এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের অনুরোধ
(last modified Tue, 14 May 2024 12:53:34 GMT )
মে ১৪, ২০২৪ ১৮:৫৩ Asia/Dhaka
  • এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের অনুরোধ

পার্সটুডে- কিছু এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী পশ্চিমাদের 'এক ছাদ দুই আকাশ' তথা দ্বৈতনীতির সমালোচনা করেছেন। তারা বলছেন: রাশিয়ার মতো কিছু স্বাধীন দেশকে বয়কট করার নীতি গ্রহণ করেছে পশ্চিমারা। সুতরাং অলিম্পিকে ইসরাইলকেও বয়কট করার ওপর জোর দেওয়ার নীতি গ্রহণের দাবী জানিয়েছে তারা।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অপরাধের প্রতিক্রিয়ায়, এক্স সোশ্যাল নেটওয়ার্কের (সাবেক টুইটার) কর্মীরা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে এই বর্ণবাদী সরকারের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই নিবন্ধে সেরকম ৮টি নির্বাচিত টুইট দেওয়া হলো:

১. বংশ নিধন, কোনো অলিম্পিক খেলা নয়

"আইএল লেবানেস" (IL Libanese) নামের একজন ইউজার প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস আয়োজক কমিটির সদর দফতরের সামনে ফিলিস্তিন সমর্থকদের বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে লিখেছেন:

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস আয়োজক কমিটির সদর দফতরের সামনে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা অলিম্পিক থেকে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে: "প্যারিস অলিম্পিকে ইসরাইলকে নিষিদ্ধ করুন!" "বংশ নিধন কোনো অলিম্পিক খেলা নয়", "যারা গণহত্যা করে, তাদের জন্য অলিম্পিক নিষিদ্ধ"।

ইসরাইলের ক্রীড়া বয়কট নিয়ে লেবানেসের টুইট

২. অলিম্পিক গেমসে গণহত্যাকারী অপরাধীদের উপস্থিতিকে 'না'

"হিন্দ বালাতার" নামের একজন ব্যবহারকারী ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ইসরাইলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছেন।

তিনি লিখেছেন:

অলিম্পিক গেমসে গণহত্যার অপরাধীদের উপস্থিতি নয়; ইসরাইলকে বয়কট করুন।

হিন্দ বালাতার: গণহত্যার অপরাধীদের উপস্থিতিকে না

৩. অলিম্পিক গেমস হলো অন্যদের সম্মান করার জায়গা, অপরাধীদের নয়

ব্রিটিশ ইউজার Greville Mills ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ইসরাইলের অংশগ্রহণকে ক্রীড়া ইভেন্টের স্লোগান পরিপন্থি বলে মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন:

আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করতে পারি; কারণ তারা (ইহুদিবাদীরা) বাদবাকি বিশ্বের সাথে বাণিজ্যের ওপর নির্ভর করে। তাদেরকে কোনঠাসা করার জন্য তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় বন্ধ করুন। অলিম্পিক থেকে ইসরাইলকে নিষিদ্ধ করুন, কারণ অলিম্পিক হলো একমাত্র সেইসব দেশের জন্য উপযুক্ত জায়গা যারা অন্যদের সঙ্গে সম্প্রীতি ও সম্মান বজায় রেখে বসবাস করতে চায় এবং সেখানে মর্যাদার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়।

অলিম্পিক স্লোগানকে ইসরাইল অসম্মান করার বিষয়ে "গ্রেভিল মিলস"য়ের টুইট

৪. ইসরাইলকে বয়কট করতে ক্রীড়াবিদদের এগিয়ে আসা উচিত

"রে রে র‍্যামোন" (Ray Ray Ramone) নামের একজন ব্যবহারকারী কোনো কোনো দেশের ক্রীড়াবিদরা ইহুদিবাদী প্রতিনিধিদের মুখোমুখি হতে অস্বীকার করার কথা উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন:

শিগগিরই বিশ্বব্যাপী যে-কোনো খেলায় ইসরাইলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। চলতি বছরের শেষের দিকে প্যারিস অলিম্পিকে কী ঘটতে যাচ্ছে তা শুধৃ দেখুন...দেশগুলো যদি ইসরাইলকে বয়কট না করে, তাহলে ক্রীড়াবিদরা করবে।

ইহুদিবাদী প্রতিনিধিদের মুখোমুখি হতে কিছু কিছু দেশের ক্রীড়াবিদদের প্রত্যাখ্যান সম্পর্কে র‍্যামনের টুইট

৫. ইহুদিবাদী ইসরাইলের সকল ক্রীড়া দলকে বের করে দেওয়া

এক্স সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী একজনের নাম হলো মানিক (Manik)। তিনি ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইহুদিবাদী ইসরাইলের সমস্ত ক্রীড়া দলকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

তিনি লিখেছেন:

ইহুদিবাদী ইসরাইলের সমস্ত ক্রীড়া দলকে সব ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করুন!

ইসরাইলের সমস্ত ক্রীড়া দলকে সব ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করা সংক্রান্ত মানিকের টুইট

৬. ইসরাইলের সাথে যে-কোনো ধরনের যোগাযোগ নিষিদ্ধ করা উচিত

"ইপাররা" (Iparra) নামের একজন এক্স ব্যবহারকারী খুনি ও গণহত্যার সহযোগীদের সঙ্গে বন্ধুত্ব করতে চান না। তিনি ইসরাইলকে খেলাধুলার সকল অঙ্গন থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন:

ইসরাইলের সাথে সাংস্কৃতিক, ক্রীড়া, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি সব ধরনের যোগাযোগ বয়কট করুন... আমি খুনি এবং গণহত্যার সহযোগীদের সাথে বন্ধুত্ব করতে পারি না।

খুনি ও গণহত্যার সহযোগীদের সঙ্গে বন্ধুত্বের শঙ্কা নিয়ে ইপারার টুইট

৭. ইসরাইল অলিম্পিকে অংশগ্রহণ করা ক্রীড়া জগতের জন্য লজ্জার

"রুলস" rules নামের একজন এক্স ইউজার ইসরাইলকে সন্ত্রাসী এবং ইহুদিবাদী নাৎসি সরকার হিসেবে উল্লেখ করে বলেছেন: অলিম্পিকে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত।

তিনি লিখেছেন:

ইসরাইলকে অলিম্পিক গেমে নিষিদ্ধ করা উচিত কারণ ইসরাইল হলো একটি ইহুদিবাদী নাৎসি সন্ত্রাসী সরকার। অলিম্পিক গেমে ইসরাইলের উপস্থিতি ক্রীড়া জগতের জন্য লজ্জার বিষয়। 

অলিম্পিকে ইসরাইলের অংশগ্রহণ নিষিদ্ধ করা সম্পর্কে রুলসের টুইট

 

 

৮. রাশিয়া অলিম্পিক গেমে নিষিদ্ধ হলে ইসরাইলও নিষিদ্ধ হওয়া উচিত

"পল" (Paul) নামের অস্ট্রেলিয়ান এক এক্স ব্যবহারকারী বিশ্বের কিছু স্বাধীন দেশকে বয়কট করার ক্ষেত্রে পশ্চিমাদের 'এক ছাদ দুই আকাশ' নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন: অলিম্পিক, ফুটবল এবং বিশ্বের সমস্ত খেলায় অংশগ্রহণ থেকে ইসরাইলকে বয়কট করা উচিত।

তিনি লিখেছেন:

রাশিয়া নিষিদ্ধ হলে নাৎসি ইসরাইলও তাই হওয়া উচিত।

কিছু স্বাধীন দেশকে নিষিদ্ধ করার ক্ষেত্রে পশ্চিমাদের 'এক ছাদ দুই আকাশ' নীতি সম্পর্কে পলের টুইট

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ