রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ২৫তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ২৫তম পর্বে মোট ১৬৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন ১৬৩ জন।
সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সহিদুল ইসলাম।
বিজয়ী বন্ধুকে অভিনন্দন, আপনার পূর্ণ ডাক ঠিকানা (মোবাইল নম্বরসহ) মেইল করে রেডিও তেহরানে জানানোর অনুরোধ করছি।
অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী পর্বেও অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল শর্ত পূরণে যত্নশীল হবেন। কারণ এই পর্বেও অনেকেই সঠিক উত্তর দিলেও নিজ টাইমলাইনে কুইজের লিংকটি শেয়ার করাসহ সব শর্ত পূরণ করেনি। অনেকে ফেসবুক প্রোফাইল Locked করে রেখেছেন আবার বন্ধুদের ঠিকমতো ট্যাগ ও করেননি। এমন অনেকের নাম লটারিতে উঠলেও তাদের বিজয়ী হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি।
সঠিক উত্তরের জন্যে অবশ্যই পার্স টুডে ওয়েব সাইটের সহায়তা নেবেন।
কুইজের উত্তরটি মিলিয়ে নিন
প্রশ্ন: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিন কবে ইরান সফর করেছিলেন?
উত্তর: ২ মে, ১৯৯৮
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।