'আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর'-এর কুইজ ও শেয়ারার প্রতিযোগিতার ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/quiz-i133498-'আইআরআইবি_ফ্যান_ক্লাব_রংপুর'_এর_কুইজ_ও_শেয়ারার_প্রতিযোগিতার_ফল_প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর' আয়োজিত দ্বিতীয় পর্বের কুইজ ও ফেসবুক শেয়ারার প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। কুইজে অংশ নিয়েছিলেন ৯৬ জন প্রতিযোগী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৪ ২০:২৭ Asia/Dhaka
  •  'আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর'-এর কুইজ ও শেয়ারার প্রতিযোগিতার ফল প্রকাশ

'আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর' আয়োজিত দ্বিতীয় পর্বের কুইজ ও ফেসবুক শেয়ারার প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। কুইজে অংশ নিয়েছিলেন ৯৬ জন প্রতিযোগী।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ফেসবুক শেয়ারার প্রতিযোগিতায় একজনকে বিজয়ী করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

কুইজ বিজয়ী:

১. এ কে এম নুরুজ্জামান, রাজশাহী।
২. মোছাঃ মাশরুফা মেঘলা,রংপুর। 

ফেসবুক শেয়ারার প্রতিযোগিতায় বিজয়ী:

১. মোঃ সাইদুল ইসলাম, লালমনিরহাট।
    সহ-সাংগঠনিক সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮