রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২৩-এর ফল ঘোষণা
(last modified Sun, 28 Jan 2024 15:18:10 GMT )
জানুয়ারি ২৮, ২০২৪ ২১:১৮ Asia/Dhaka
  • রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২৩-এর ফল ঘোষণা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। 

২০২৩ সালের ক্লাব কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব’র শিরোপা অর্জন করেছে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'। আর শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ- রংপুর বিভাগীয় শাখা।   

ক্লাবের নিজস্ব ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা’র নিয়মিত অনুষ্ঠান শোনা, শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠান বিষয়ে সুচিন্তিত মতামত-পরামর্শসহ শ্রোতাদের নিয়মিত চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ ও সাক্ষাৎকার প্রদানের ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশে আইআরআইবি ফ্যান ক্লাবের ছয়টি শাখা কাজ করলেও ঢাকা, নরসিংদী ও রংপুর শাখা বার্ষিক প্রতিবেদন না পাঠানোয় তাদেরকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়। তিন সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটির আলাদা আলাদা মূল্যায়ন শেষে ফলাফল তৈরি করা হয়েছে।  

বিজয়ী ক্লাব তিনটির উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮