দামেস্কে হযরত যেইনাব (সা. আ)-এর মাজার জিয়ারত করলেন ইরানের প্রেসিডেন্ট
মে ০৪, ২০২৩ ১৭:৩৬ Asia/Dhaka
সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দামেস্কে মহানবী (সা.)-এর নাতনী হজরত যেইনাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করেছেন। মাজার প্রাঙ্গণে পৌঁছার পর নারী-শিশুসহ অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানান।
পরে প্রাঙ্গণে সমবেত জনতা ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি ভাষণ দেন। ভাষণের আগে তাঁকে উদ্দেশ করে সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন একদল কণ্ঠশিল্পী। মাজার জিয়ারত শেষে ইরানের প্রেসিডেন্ট সেখানে নামায আদায় করেন।
হযরত যেইনাব (সা.) ষষ্ঠ হিজরির ৫ই জমাদিউল আউয়াল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা.) এর তৃতীয় সন্তান। এই মহিয়সী নারী ইন্তিকাল করেছিলেন হিজরি ৬২ সনের ১৫ রজব।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
ট্যাগ