জরুরি বৈঠক তলবে ওআইসিকে ইরানের ধন্যবাদ
(last modified Wed, 26 Jul 2023 05:46:57 GMT )
জুলাই ২৬, ২০২৩ ১১:৪৬ Asia/Dhaka
  • জরুরি বৈঠক তলবে ওআইসিকে ইরানের ধন্যবাদ

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকায় ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসিকে ধন্যবাদ জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মঙ্গলবার এক টুইটার বার্তায় এজন্য ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

টুইটারবার্তায় বলা হয়েছে, এর আগে ইরান ও ইরাকের পক্ষ থেকে ওআইসির জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানানো হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পবিত্র কুরআনসহ অন্যান্য ঐশী ধর্মগ্রন্থের অবমাননার পুনরাবৃত্তি কার্যকরভাবে রোধ করার উপায় নিয়ে আলোচনা করা হবে আমাদের সম্মিলিত লক্ষ্য।”

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মঙ্গলবার জানিয়েছেন, আগামী ৩১ জুলাই ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সুইডেনে আশ্রয় গ্রহণকারী একজন ইরাকি শরণার্থী গত দুই মাসে দুইবার সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআনের অবমাননা করেছে। এছাড়া, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইরাক দূতাবাসের সামনে গত শুক্রবার একবার এবং গত সোমবার আরেকবার পবিত্র কুরআনের অবমাননা করে একটি উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী। ওই একই গোষ্ঠী গতকাল (মঙ্গলবার) মিশর ও তুর্কি দূতাবাসের সামনে আবার পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।