‘রমজান: খোদাপ্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানটি আমাদের জন্য চিন্তার খোরাক
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতা ভাই-বোনসহ সবার প্রতি রইল পবিত্র মাহে রমজানের একরাশ প্রীতিময় শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। আশা করি মহান রাব্বুল আলামীনের অশেষ কৃপায় সহিসালামতেই আছেন এবং কামনাও তাই।
পর সমাচার, বছর ঘুরে আবারো আত্মশুদ্ধি, আত্মসংযম, রহমত আর বরকতের পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের মাঝে হাজির।
রমজান হলো বান্দার জন্য আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত। ইবাদত বন্দেগীর মাধ্যমে নফসের গোলামীর পরিবর্তে একমাত্র আল্লাহর গোলামী করার শিক্ষা রমজান দিয়ে থাকে। ব্যক্তিজীবনে আত্মত্যাগ, ধৈর্য্য আর আত্মসংযমের মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠন করাই রমজানের পাথেয় হওয়া উচিত।
যেহেতু এটা কুরআনের মাস এবং এই বরকতময় মাসেই কুরআন নাযিল হয়েছে তাই আমাদের উচিত নিয়মিত কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সান্নিধ্য অর্জন করা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ নিয়মিত পরিবেশনা 'খোদাপ্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলাম; অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে পবিত্র এই মাসের রহমত, বরকত, মাগফিরাতসহ গুরুত্বপূর্ণ ফজিলত ও শিক্ষা সম্বলিত পুরো আয়োজন ছিল এককথায় চমৎকার ও আমাদের জন্য চিন্তার খোরাক। তবে তন্ময় হয়ে শুনতে শুনতেই কখন যেন শেষ হয়ে গেল! তাই আমার চাওয়া বিশেষ আয়োজন ‘খোদাপ্রেমের অনন্য উৎসব’ অনুষ্ঠানটির সময়সীমা আরো ৫ মিনিট বৃদ্ধি করা হোক।
পরিশেষে বাংলা বিভাগের সকল কলাকুশলীসহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
শাহজালাল হাজারী
কুয়েত সিটি, কুয়েত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।