জুলাই ২৭, ২০২১ ২০:১৮ Asia/Dhaka

রাসূল (সা.) বলেছেন; আলী সত্যের সঙ্গে এবং সত্য আলীর সঙ্গে। সত্য সেদিকে ঘুরে আলী যেদিকে ঘুরে এবং তারা একে অপর থেকে আমার সঙ্গে হাউজে কাওসারে মিলিত না হওয়া পর্যন্ত বিচ্ছিন্ন হবে না।

হাইসামী প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরী ও সা’দ ইবনে আবি ওয়াক্কাস থেকে সহীহ সূত্রে বর্ণনা করেছেন। তেমনি হাকিম নিশাবুরী হযরত আলী এবং উম্মুল মুমিনীন উম্মে সালামা থেকে হাদিসটি বর্ণনা করে তা সহীহ বলে স্বীকৃতি দিয়েছেন।
তাছাড়া ইবনে কুতাইবা হযরত আয়েশা থেকে এবং ইবনে কাসির আবু সাঈদ খুদরী এবং উম্মে সালামা সূত্রে হাদিসটি বর্ণনার পাশাপাশি তার সমর্থনে অনুরূপ অর্থের কিছু হাদিস বর্ণনা করেছেন।
ইমাম ফখরুদ্দীন রাজী হাদিসটির শেষাংশে বর্ণনা করেন : ‘হে আল্লাহ্‌! সত্যকে সেদিকে ঘুরিয়ে দাও। আলী যেদিকে ঘুরে’ অংশটি থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে, কেউ ইসলামের যে কোন বিষয়ে হযরত আলীর অনুসরণ করবে সে সত্য পথ প্রাপ্ত হবে।
হাকিম নিশাবুরী আলী (আ.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল বলেছেন : আল্লাহ্‌ আলীর উপর তাঁর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ্‌! আলী যে দিকে ঘুরে সত্যকে সেদিকে ঘুরিয়ে দাও।
ঐতিহাসিক গাদির-দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা মুবারকবাদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস-সাদিক (আ.)-বলেছেন, মুসলমানদের একটি ঈদ আছে যার মর্যাদা অন্য সব ঈদের চেয়েও বেশি। আর তা হচ্ছে ঐ দিন যে দিন মহানবী (সা) হযরত আমিরুল মু'মিনিন আলী (আ)-কে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মওলা ও নেতা আলী তাঁর মওলা ও নেতা (দ্র: মাফাতীহুল জিনান, পৃঃ ৫০২)।
পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ