জুলাই ১৭, ২০২৩ ১৭:৪৬ Asia/Dhaka
  • 'হিরো আলমকে রাস্তায় ফেলে পেটালেন নৌকার বেজধারীরা'

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • হিরো আলমকে রাস্তায় ফেলে পেটালেন নৌকার ব্যাজধারীরা-প্রথম আলো
  • নির্বাচন নিয়ে হতাশ হিরো আলম ‘ইসিতে বারবার ফোন দিয়েছি, তারা একবারও খোঁজ-খবর নেয়নি’-ইত্তেফাক
  • অর্থপাচার মামলায় জিকে শামীমের ১০ বছর কারাদণ্ড-যুগান্তর
  • হিরো আলমকে মারধর, নেওয়া হলো হাসপাতালে-কালের কণ্ঠ
  • ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও ভোটারদের অনীহা-মানবজমিন
  • ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আয়োজন আছে, ভোটার নেই-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় মমতার প্রশংসা, মুখ খুললেন অভিষেকের বিতর্কিত মন্তব্য নিয়ে-আনন্দবাজার পত্রিকা
  • অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা -সংবাদ প্রতিদিন
  • প্রেমিককে বেঁধে দলিত কিশোরীকে দলবেঁধে ধর্ষণ রাজস্থানে -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে জাতীয় দৈনিকগুলোতে। প্রথম আলোর শিরোনাম হিরো আলমকে রাস্তায় ফেলে পেটালেন নৌকার ব্যাজধারীরা। ইত্তেফাক শিরোনাম করেছে, হিরো আলমকে মারধরের অভিযোগ। এসব খবরে লেখা হয়েছে,  ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আসার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে পিটিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। হামলাকারীরা নৌকা মার্কার ব্যাজ পরে ছিলেন। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে  হিরো আলম দৌড়ে পালান। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। 

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,  নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটার উপস্থিতি আমরাও দেখতে পাচ্ছি কম। কারণ হিসেবে আমার ব্যক্তিগত মতামত- এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন, সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের; এটা একটা কারণ হতে পারে। এছাড়া এটা অভিজাত এলাকা, ভোটের ব্যাপারে ওনারা আগ্রহী হয়তো নাও হতে পারেন। আমি ঠিক জানি না কী হয়েছে, এটা আমরা জানতে পারবো আরও পরে। আর মানবজমিনে লেখা হয়েছে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও ভোটারদের অনীহা। আর যুগান্তরের কয়েকটি শিরোনাম এরকম,ভোট দিলেও নৌকা পাস, না দিলেও পাস-বলেছেন হিরো আলাম। চার কেন্দ্রে ভোট পড়েছে ২ শতাংশের কম।

আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই বাংলাদেশের-প্রথম আলো

বিস্তারিত খবরে বলা হয়েছে, বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অন্যতম শর্ত ছিল—গত জুনে প্রকৃত (নিট) বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হবে ২ হাজার ৪৪৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুনে দেশের মোট রিজার্ভ ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার। যদিও দেশের মানুষকে না জানালেও ঋণের শর্ত মেনে প্রকৃত রিজার্ভের হিসাব ঠিকই প্রতিদিন আইএমএফকে জানিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।

বিএমপি, বিএনফি, বিএনপিপি (!)আসিফ নজরুল-লিখেছেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক শক্তি বা সমর্থনের দরকার নেই। দলটিকে শুধুমাত্র নীচের শর্তগুলো পূরণ করতে হবে।

ক) দলের নাম রাখতে হবে এরকম: বিএমপি, * বিএনফি, * বিএনপিপি, * বিএনএনপি   খ) সেই দলে বিএনপির ছোট সাইজের হলেও একজন নেতা রাখতে হবে বা সামরিক বাহিনীর কোনো অবসরপ্রাপ্তকে।  গ) সেই দলকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে হবে। উপসংহার: যেই বীজ সেই ফসল। ভুয়া দল নিবন্ধন পায় ভুয়া নির্বাচন কমিশন থেকেই। এমন একটা কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হাই কোর্টে বিকাশরঞ্জন-সহ একাধিক আইনজীবী-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কলকাতা হাই কোর্টের বিচারপতির নাম উল্লেখ করে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আরজি জানান আইনজীবীরা। প্রধান বিচারপতি মামলাটি শোনার আশ্বাস দিয়েছেন।

সংবাদ প্রতিদিন পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধা। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।ভোটকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। ভোট মিটলেও বোমাবাজি-গুলি বন্ধ হয়নি। প্রাণও গিয়েছে। পরবর্তীতে ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ের প্রবেশ দ্বারে নাকা পয়েন্ট করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় প্রবেশের অনুমতি মিলছে না সকলের। শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড়ে প্রবেশের আগে বিধাননগরের হাতিশালায় পুলিশি বাধার মুখে পড়েন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি।

রাজনৈতিক মামলা নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিচারপতি সেনগুপ্ত, বললেন, শুধু কি এই সবই শুনব? -আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,  কলকাতা হাই কোর্টে রাজনৈতিক মামলার আধিক্য নিয়ে সোমবার উষ্মা প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচ মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘সারা দিন কি শুধু রাজনৈতিক মামলাই শুনব? অন্য মামলা কি আর শোনা যাবে না!’’

 প্রেমিককে বেঁধে দলিত কিশোরীকে দলবেঁধে ধর্ষণ রাজস্থানে-গণশক্তি

রাজস্থানের যোধপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক দলিত কিশোরী। অভিযোগ উঠেছে তিন কলেজ ছাত্রের বিরুদ্ধে। প্রেমিকের সামনেই দলিত কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ।  অভিযোগ ১৭ বছরের এক দলিত কিশোরীকে ৩ জন মিলে দলবেঁধে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে পুরাতন জেএনভি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হকি মাঠে। সেখানেই যুবককে ব্যাপক মারধর করে বেঁধে রেখে তাঁর সামনেই দলিত কিশোরীকে অভিযুক্ত তিনজন ধর্ষণ করে পালিয়ে যায়। পুলিশের হেফাজত রয়েছে ওই কিশোরী এবং তার প্রেমিক। ঘটনার কয়েক ঘণ্টা পর যোধপুরের একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে অভিযুক্ত তিন ছাত্র এবিভিপি ছাত্র ইউনিয়ন নির্বাচনের জন্য প্রচার করছিল। যদিও অভিযুক্তদের সঙ্গে সংগঠনের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন এবিভিপি নেতৃত্ব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৭

ট্যাগ