ভারতের সংসদে দাঁড়িয়েই বিরোধীদের ‘হুমকি’ মন্ত্রীর
(last modified Fri, 04 Aug 2023 05:46:31 GMT )
আগস্ট ০৪, ২০২৩ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাড়ছে ডেঙ্গু রোগী-প্রথম আলো
  • ঢাকায় প্রতি মাসে ৪৯৮ নিখোঁজের জিডি এত নিখোঁজ মানুষ যায় কোথায়?-ইত্তেফাক
  • নূরের ওপর হামলার বিষয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম-যুগান্তর
  • বাংলাদেশের গণতন্ত্রকে প্রাণের চুম্বন দিতে পারে ওয়াশিংটন-মানবজমিন
  • তারেক-জোবাইদার সাজা, গভীর উদ্বেগ জানাল জামায়াত-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • জ্ঞানবাপী মসজিদ চত্বরে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ শুরু, সহযোগী হচ্ছে না মসজিদ কমিটি -আনন্দবাজার পত্রিকা
  • NDA’র মূল্য নেই এখন, INDIA জিতবে, দেশ বাঁচাবে’, ফের আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়-সংবাদ প্রতিদিন
  • মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে উত্তর দিনাজপুরে মিছিল-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাণিজ্য বিষয়ক খবরে প্রথম আলো লিখেছে,মাছ, মাংস, ডিমের দাম বাড়ল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাজারে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সয়াবিন তেলের মতো অধিকাংশ নিত্যপণ্যের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল। এর মধ্যে কোরবানির ঈদ ঘিরে মাছ-মাংস ও ডিমের দাম একটু কমতির দিকে গেলেও এখন আবার তা বাড়ছে।মাছ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।জিনিসপত্রের দাম বাড়তি হওয়ায় মাছ-মাংস কেনা কমাতে হয়েছে। বাজেটের মধ্যে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হয় নিয়মিত।

প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক খবরে লেখা হয়েছে, বাড়ছে ডেঙ্গু রোগী। খবরটিতে বলা হয়েছে, বাজারে শিরায় দেওয়া স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়েছে, সেই তুলনায় সরবরাহ নেই। সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও ওষুধের দোকানিদের সঙ্গে কথা বলে স্যালাইনের এই সংকটের কথা জানা গেছে। ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ জরুরি। আর যুগান্তর লিখেছে, ডেঙ্গুতে মৃত্যু রেকর্ড ছাড়াল

টিকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার।সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি ও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু ২৮৩ জনে দাঁড়িয়েছে। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর এ সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত বছর ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এতদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল এটি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকায় প্রতি মাসে ৪৯৮ নিখোঁজের জিডি এত নিখোঁজ মানুষ যায় কোথায়?-ইত্তেফাক

প্রতি মাসে শুধু রাজধানীতেই নিখোঁজের জিডি (সাধারণ ডায়েরি) হচ্ছে ৪৯৮টি। এত নিখোঁজ মানুষ যায় কোথায়, কত জনই বা ফিরে আসে—এমন কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই নিখোঁজের তালিকায় শিশু থেকে বৃদ্ধ—সব বয়সি মানুষই আছে।পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালে রাজধানীতে নিখোঁজসংক্রান্ত জিডি হয়েছে ৫ হাজার ৯৮৪টি। অর্থাত্, প্রতি মাসে গড়ে ৪৯৮টি নিখোঁজের জিডি হয়েছে। প্রতিটি নিখোঁজের ঘটনায় একটি করে জিডি হয়েছে। অর্থাত্, গেল বছর শুধু রাজধানী থেকেই নিখোঁজ হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। এর মধ্যে কত জন ফিরে এসেছে, সেই তথ্য নেই।বিশ্লেষকেরা বলছেন, নানা কারণে মানুষ নিখোঁজ হয়। অনেক তরুণ আবার স্বেচ্ছায় ঘর ছাড়ছে। অনেকে জঙ্গিবাদে জড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কাউকে কাউকে তুলে নেওয়ার অভিযোগও আছে। অনেকে ফিরে আসে। আবার অনেকের লাশ পাওয়া যায় বেওয়ারিশ হিসেবে। কিন্তু এসবের কোনো তথ্যই কারো কাছে নেই।

বাংলাদেশের গণতন্ত্রকে প্রাণের চুম্বন দিতে পারে ওয়াশিংটন-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক গভীর করার অপেক্ষায় রয়েছে।’ ১১ জুলাই একথা বলেন গত তিন বছরে বাংলাদেশ সফরকারী মার্কিন পররাষ্ট্র দফতরের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা উজরা জেয়া। এশিয়ায় একটি নতুন শীতল যুদ্ধের কথা উঠলে বাংলাদেশকে প্রায়ই উপেক্ষা করা হয়, তবে ওয়াশিংটনের বাংলাদেশকে প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতান্ত্রিক সঙ্কট এবং চীন ও ভারত উভয়ের সাথে তার সম্পর্ক নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

নূরের ওপর হামলার বিষয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই নূর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক-ব্যালান্স নেওয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেওয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেওয়া– প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। আমি মনে করি, এ বিষয়গুলো বিচার-বিশ্লেষণযোগ্য।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘নূরের ওপর হামলার’ বিষয়ে কথা বলেন তিনি।

সাদ্দাম বলেন, টিএসসি এলাকায় নূরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে, তা হলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

NDA’র মূল্য নেই এখন, INDIA জিতবে, দেশ বাঁচাবে’, ফের আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আগামী লোকসভা ভোটে INDIA জোটের জয় নিয়ে ফের আত্মবিশ্বাস প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”INDIA-ই জিতবে, দেশকে বাঁচাবে।” পাশাপাশি গৈরিকীকরণ নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। গেরুয়া ত্যাগের প্রতীক, কিন্তু এখন অত্যাচারের প্রতীক হয়ে উঠছে বলে অভিযোগ তুললেন তিনি।

এদিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ক্যানসার চিকিৎসার পরিকাঠামো উন্নতিতে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এছাড়া বাঁকুড়ার একাধিক জায়গায় নতুন দমকল স্টেশন উদ্বোধন করেছেন তিনি। এসবের পরই সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁকে। INDIA জোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কটাক্ষ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “INDIA জোটের লক্ষ্য দিল্লি। এখন তো NDA’র আর মূল্য নেই দেশে। তাদের যারা শরিক ছিল, তারা অনেকেই বেরিয়ে গিয়েছে। আগামী নির্বাচনে INDIA জোটই জিতবে, বাঁচবে দেশ।”

তৃণমূল সুপ্রিমোর আরও বক্তব্য, ”INDIA আমাদের দেশ। আমাদের এই বিরোধীদের জোট সেই মাতৃভূমির পক্ষে, মাতৃভূমির জন্য। দেশকে বাঁচাতে এই জোট। এখন ভারতের সর্বত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। হ্যাঁ, দিল্লিই আমাদের লক্ষ্য। আমরাই দিল্লিতে সরকার গঠন করব, তা হবে ভারত সরকার। এসব নিয়ে আলোচনা হচ্ছে তো। আমাদের জোটের পরের বৈঠকেও আমি যাব। আরও বিস্তারিত কথা হবে।”

এরপর তিনি বিজেপির উদ্দেশে বলেন, ”ওদের অভিধান সংবিধান নয়, ওদের অভিধান হল সন্ত্রাসের অভিধান। দলিতদের উপর, অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার। এমন কি সাংবাদিকদেরকেও তাদের ধর্ম জানতে চাওয়া হচ্ছে। এরা মনে করে, হিংসা ছাড়া কোন গতি নেই। ওরা হিংসার আশ্রয় নেবে, আর সব কিছুকে গেরুয়া বানিয়ে দেবে। রং হিসেবে গেরুয়া আমাদের অপছন্দের নয়। গতকাল আমি আলিপুরের ডিজি হেডকোয়ার্টার থেকে ফিরছিলাম। উলটোদিকে একটা পেট্রল পাম্প আছে। দেখছি, দু’জন গলায় কার্ড ঝুলিয়ে গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়িতে থাকা এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে, তোমাদের ইউনিফর্ম আবার কবে গেরুয়া হল। শুনলাম পুলিশের নয় সমস্ত পেট্রল পাম্পে ইনস্ট্রাকশন গিয়েছে, যারা কাজ করবে তাদের সব গেরুয়া পোশাক পড়তে হবে। বাইপাসের দিকে মেট্রো স্টেশনগুলো দেখে নিন, অর্ধেক গেরুয়া করে দিয়েছে। ৩৬ টি স্টেশন মডার্নাইজেশনের নামে গেরুয়া করার কাজ চলছে। এসব আমার আমলে পাশ হওয়া প্রকল্প। সারা দেশ যদি গেরুয়া হয়ে যায় তাহলে অন্য রং গুলো কোথায় যাবে? গেরুয়া রং পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।”

‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর-সংবাদ প্রতিদিন

ইডি-সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীই যেন সেই অভিযোগে সিলমোহর দিয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, ‘চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।’বৃহস্পতিবার সংসদে দিল্লি সার্ভিসেস বিল (Delhi Services Bill) নিয়ে আলোচনার সময় যথারীতি হট্টগোল করছিলেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi) বিরক্ত হয়ে উঠে বলেন,”এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে।” কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে হুমকি হিসাবেই দেখছেন বিরোধীরা।একযোগে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধীরা। এনসিপি (NCP) ক্লাইড ক্রাসটো সোজা বলে দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন। বিরোধীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছে, সেটাই প্রমাণিত হল। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলছেন, এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৪