১৩ জিলহজ আকাবার দ্বিতীয় শপথের বার্ষিকী
https://parstoday.ir/bn/news/uncategorised-i20218-১৩_জিলহজ_আকাবার_দ্বিতীয়_শপথের_বার্ষিকী
আজ হতে ১৪৩৮ বছর আগের এই দিনে (১৩ই জিলহজ) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র সঙ্গে আকাবার দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৬:২৮ Asia/Dhaka
  • ১৩ জিলহজ আকাবার দ্বিতীয় শপথের বার্ষিকী

আজ হতে ১৪৩৮ বছর আগের এই দিনে (১৩ই জিলহজ) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র সঙ্গে আকাবার দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

মদীনা ও অন্য কয়েকটি শহর থেকে একদল মুসলমান সাহাবি মক্কায় এসে এই শপথের মধ্য দিয়ে রাসূল (সা.)র প্রতি তাঁদের  অবিচল আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেন।

সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজে নিষেধ করা বা প্রতিরোধ করা এবং ইসলামের ডাকে প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধে নামা ছিল এই শপথের অন্যতম অংশ।

এর আগে আকাবার প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। মহানবী (সা.)’র মধ্যস্থতার সুবাদে ওই শপথের পর পরই ওউস ও খাজরাজ গোত্রের মধ্যে বিবাদ মিটে  গিয়েছিল এবং গোত্র দুটি ইসলাম ও রাসূলের (সা.) সমর্থকে পরিণত হয়।

আকাবার দ্বিতীয় শপথের পর ইয়াসরিব বা মদীনার অধিবাসীরা বিশ্বনবীকে (সা.) মক্কা ছেড়ে মদীনায় আসার আমন্ত্রণ জানান। এক বছর পর রাসূল (সা.) মদীনায় হিজরত করেন।

এই হিজরত মানব জাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। হিজরত পবিত্র ধর্ম ইসলামের বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা করে। #

পার্সটুডে/মু.আ. হুসাইন/১৫