মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই : প্রধানমন্ত্রী
(last modified Wed, 12 Apr 2017 12:52:15 GMT )
এপ্রিল ১২, ২০১৭ ১৮:৫২ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই : প্রধানমন্ত্রী-এনটিভির অনলাইন ভার্সন
  • প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষিকার দুই বছরের কারাদণ্ড–যুগান্তর
  • জোবায়দা রহমানকে আত্মসমর্পণের নির্দেশ-প্রথম আলো
  • তিন মাসে দেশে ১১৩ জনের আত্মহত্যা-মানবজমিন
  • প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন: মান্না-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • 'ভারতে থাকতে নারাজ অরুণাচল' দালাইলামা-আজকাল
  • সোশ্যাল মিডিয়ায় নজরদারির নির্দেশ-বর্তমান
  • মমতার মাথা কেটে আনলে ১১ লাখ টাকা পুরস্কার, ঘোষণা বিজেপি নেতার-আনন্দবাজার-আনন্দবাজার
  • মমতাকে হত্যার হুমকি বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই : প্রধানমন্ত্রী-এনটিভির অনলাইন ভার্সন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

সেইসঙ্গে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আজ সকালে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা সমঝোতায় মানুষ শঙ্কিত : খালেদা জিয়া-এনটিভির  অনলাইন ভার্সন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক যে সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে দেশের মানুষ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন খালেদা জিয়া।

গত ৭ এপ্রিল চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল সফর শেষে দেশে ফেরেন তিনি। এই সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।

সফরের বিষয়ে গতকাল বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এর একদিন পর গুলশানের সংবাদ সম্মেলনে একই বিষয় নিয়ে কথা বলেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এই সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, তার ফলে এসব প্রতিষ্ঠানের সিলেবাস, কারিকুলাম ও অন্যান্য স্পর্শকাতর বিষয়টি অযাচিত হস্তক্ষেপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।’

‘আমরা উদ্বেগের সঙ্গে আরো লক্ষ করছি যে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস করার জন্য যে শুল্ক, অশুল্ক বাধাগুলো দূর করা প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি,’ বলেন খালেদা জিয়া।

জোবায়দা রহমানকে আত্মসমর্পণের নির্দেশ-ইত্তেফাক/কালের কণ্ঠ

তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান (ফাইল ফটো)

সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

চিকিৎসক জোবাইদা স্বামী তারেকের সঙ্গে আট বছর ধরে যুক্তরাজ্য রয়েছেন। ছুটি নিয়ে যাওয়ার পর কর্মস্থলে আর না ফেরায় তাকে বরখাস্ত করে সরকার।

প্রথম আলোর একটি বলা হয়েছে, তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সম্পদের হিসাব না দেয়ার মামলায় আজ ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত আজ এই আদেশ দেন। দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে আদালত এ আদেশ দেয়।

এটি মিথ্যা মামলা ছিল : পরিবারকে মুফতি হান্নান মুফতি হান্নানের সাথে শেষ দেখা করেছেন ৪ স্বজন-ইত্তেফাক

মুফতি আব্দুল হান্নান ( ফাইল ফটো)

এই মামলা মিথ্যা মামলা ছিল বলে নিজ পরিবারকে জানিয়েছেন মুফতি আব্দুল হান্নানের। গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদের এই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তার পরিবার।

 রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করার পর কারাবিধি অনুযায়ী গত মঙ্গলবার শেষ দেখা করার জন্য স্বজনদের কাছে বার্তা পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর আজ বুধবার সকালে মুফতি হান্নানের সঙ্গে শেষ দেখা করেছেন তার স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য।

প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষিকার দুই বছরের কারাদণ্ড–যুগান্তর

রাজধানীর লালমাটিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিফাত জেসমিন নূর নামের এক শিক্ষিকাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজনের নাম মেহেদী হাসান। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দু'জনকেই দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সিফাত জেসমিন নূর রাজধানীর একটি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। আর মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী। লালমাটিয়া কলেজ কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, পটুয়াখালী হাজী আক্কোল আলী কলেজ কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস করে নকল তৈরির সময় দুই শিক্ষককে আটক করা হয়। পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এই দুই শিক্ষক হলেন ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক খলিলুর রহমান ও হাজী মোক্তার আলী মৃধা কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক মো. শফিকুল ইসলাম খান। খলিলুর রহমান হল সুপারের দায়িত্বে ছিলেন।

তিন মাসে দেশে ১১৩ জনের আত্মহত্যা-মানবজমিন

আত্মহত্যা (প্রতীকী ছবি)

দেশে ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে দিন দিন বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী পুরুষের পাশাপাশি সম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারনে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে । শিশু আত্মহত্যার কারণগুলো বিশ্লেষণ করে দেখা যায়  মা -বাবা বা পরিবারের অন্য সদস্য কর্তৃক গালিগালাজ করা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পছন্দের জিনিস কিনে না দেওয়া , এমনকি কার্টুন দেখতে না দেওয়ার কারনেও শিশুরা আত্মহত্যা করছে।  গত তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশী। তারপর খুলনা বিভাগ । আর সর্বনিম্ন সিলেট বিভাগে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেন, আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি অবিলম্বে এ ব্যাধির প্রতিকার করতে হবে। আমাদের দেশে নারী আত্মহত্যার প্রধার একটি কারণ এখনো পারিবারিক নির্যাতন। নির্যাতনের মাত্রা কমে গেলে নারীদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতাও কমে যাবে। আত্মহত্যার প্ররোচনাকারীর কঠিন শাস্তি নিশ্চিত হলে আত্মহত্যা কমে যাবে। পরিবারের সঙ্গে শিশুদের বন্ধন বৃদ্ধির প্রতি নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন: মান্না-নয়া দিগন্ত

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না (ফাইল ফটো)

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারতে গিয়েছেন। আমরা ভেবেছিলাম তিনি দেশের মানুষের জন্য পানি নিয়ে আসবেন। কিন্তু তিনি শূন্য হাতে ফিরে আসলেও হাওড় অঞ্চল পানিতে ভাসছে। সেখানকার প্রান্তিক কৃষকেরা তাদের সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে গেছে।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

সিলেটে দরগাহ মহল্লায় ১১টি মর্টার শেল-কালের কণ্ঠ

সিলেট মহানগরীর দরগাহ মহল্লা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়া থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা ১১টি মর্টার শেল দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরও মর্টার শেল থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মমতার মাথা কেটে আনলে ১১ লাখ টাকা পুরস্কার, ঘোষণা বিজেপি নেতার-আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে মাথা কেটে আনার হুমকি দিল বিজেপি নেতা যোগেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে কেউ তাঁর হাতে দিলে, ‘পুরস্কার’ হিসাবে তাঁকে ১১ লাখ টাকা দেবেন বিজেপি-র এক নেতা। বিজেপি-র যুব মোর্চার ওই নেতার নাম যোগেশ ভার্সনে। যোগেশের ওই মন্তব্য প্রকাশ্যে আসার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

উত্তরপ্রদেশের আলিগড়ে মঙ্গলবার ওই যুব নেতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনা ব্যক্তিকে আমি ১১ লাখ টাকা পুরস্কার দেব।’’ কিন্তু, মমতার বিরুদ্ধে হঠাত্ করে এই ফতোয়া জারি করতে গেলেন কেন যোগেশ? ওই নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মমতা তাঁর রাজ্যে সরস্বতী পুজো করতে দেন না, রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে সমাবেশ করতে দেন না। মুসলমান সম্প্রদায়েরই তোষণ করে যাচ্ছেন তিনি। কাজেই তিনি চরম শাস্তি পাওয়ার যোগ্য।

মমতাকে হত্যার হুমকি বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী-সংবাদ প্রতিদিন

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লক্ষ টাকা। বিজেপির যুব নেতা যোগেশের এ ঘোষণায় ঝড় উঠল সংসদের দুই কক্ষে।

তৃণমূল সাংসদরা তো বটেই, এ প্রসঙ্গে সরব হন সপা নেত্রী তথা অভিনেত্রী জয়া বচ্চনও। কড়া ভাষায় তিনি এর নিন্দা করেছেন। জানিয়েছেন, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণের মোকাবিলা কঠোর হাতে করা উচিত। কেন্দ্রের শাসকদলকে একহাত নিয়ে তিনি বলেন, একদিকে গরু বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। কেউ এরকম কথা বলার সাহস পায় কী করে, প্রশ্ন ক্রুদ্ধ জয়ার।

'ভারতে থাকতে নারাজ অরুণাচল' -আজকাল

ভারতের শাসনে খুশি নয় অরুণাচলের মানুষ। তাঁরা ভারতে থাকতে চান না। চীনের শাসনে থাকতে চান। এমনই বিস্ফোরক দাবি জানাল চীন। দলাই লামার অরুণাচল সফরের বিরোধিতায় এভাবেই প্রচার চলছে চীনের একাধিক সংবাদ মাধ্যমে। সেখানে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে চীন। ভারত জবর দখল করে রয়েছে বলে অভিযোগ বেজিংয়ের। সেখানকার মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। তাঁরা ভারতের অপশাসন থেকে বাঁচতে চান। এমনও দাবি করা হয়েছে সেদেশের একাধিক সংবাদ মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় নজরদারির নির্দেশ-বর্তমান

হিন্দুত্ববাদীদের যে অংশের বিরুদ্ধে উসকানিমূলক প্রচার চালানোর অভিযোগ উঠেছে, তাদের আটকাতে এবার নজর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। রাস্তায় নেমে প্রচারের পাশাপাশি এই সমস্ত সাইটকে ব্যবহার করছে হিন্দুত্ববাদীদের একাংশ। বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য ছুঁড়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে তারা। এমনকী ছড়াচ্ছে গুজবও। যার জেরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যে কোনও সময় বড় ধরনের কিছু ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২
 

ট্যাগ