মার্চ ০৫, ২০২৪ ১৭:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি’-ইত্তেফাক
  • বাংলাদেশ ডামি সোনার বাংলায় পরিণত: মঈন খান-ডেইলি স্টার বাংলা
  • টাকা পাচার মামলায় ঢাকা টাইমসের সম্পাদক কারাগারে-যুগান্তর
  • কর্মে নেই ৫ কোটি মানুষ-যুগান্তর
  • মতামত অকালমৃত্যু বা খুনের সঙ্গে এসব তামাশারও কি বিরতি নেই-প্রথম আলো
  • অভিযানের নামে সারা ঢাকা শহরের রেস্তোরাঁগুলোতে তাণ্ডব চলছে- মানবজমিন 

কোলকাতার শিরোনাম:

  • ‘নারদকাণ্ড একটা চক্রান্ত! রায় দিলেন পদ্মমুখী প্রাক্তন বিচারপতি -আনন্দবাজার পত্রিকা
  • ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব’, অভিষেককে চ্যালেঞ্জ অভিজিতের-সংবাদ প্রতিদিন
  • ‘ইন্ডিয়া’-কে ভয় মোদীর, নজর ঘোরাতে ‘পরিবার’ প্রচারে, পালটা কংগ্রেসের-গণশক্তি
  • সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. টিআইবির গবেষণা রিপোর্ট: দেশের ২৪ শতাংশ বাসের ফিটনেস নেই। কী বলবেন আপনি?

২. ধর্ষণের অভিযোগ আমলে না নেয়ায় জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরাইল। খবরটিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মতামত-অকালমৃত্যু বা খুনের সঙ্গে এসব তামাশারও কি বিরতি নেই-প্রথম আলো

শিক্ষক লেখক এবং ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ তার মতামত কলামে লিখেছে,

১৯৭৪ সালে রাজনীতিবিদ ও লেখক নির্মল সেন লিখেছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। অথচ ৫০ বছর পরেও আমাদের নিয়মিতভাবে অস্বাভাবিক মৃত্যুর জন্য শোক করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। কিন্তু বিকার নেই শাসনযন্ত্রের, প্রতিকার নেই এই অবিরাম খুনপ্রবাহের। আসলে জীবনই যেখানে স্বাভাবিক নয়, সেখানে মৃত্যু কীভাবে স্বাভাবিক হবে? 

ত্বকী কখনোই একা নয়। সরকারি দলের ক্ষমতাবানদের হাতে এই কিশোর কবি-লেখক-শিল্পী খুন হয় ১১ বছর আগে। সব প্রমাণ-দলিল প্রস্তুত করেও সেই বিচার ওপরের আদেশে থেমে গেছে। ওপরের আদেশ না থাকায় তনু খুন-ধর্ষণের বিচার হচ্ছে না, সাগর-রুনির বিচার পিছিয়ে যাচ্ছে ১২ বছর ধরে। বিচার নেই, প্রতিকার নেই, তাই খুনসহ অস্বাভাবিক-অকালমৃত্যুরও কোনো শেষ নেই। তালিকা বাড়ছে। বিচার, আইন—সবই ক্ষমতার ইচ্ছার অধীন। 

এখন দেশে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না, সব হয় ওপরের আদেশে কিংবা ইঙ্গিতে কিংবা ওপরের নামে। মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কার্যকর না থাকলে, শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে একটি দেশ কী অবস্থায় যায়, বাংলাদেশ তারই একটি দৃষ্টান্ত। ঘরে-বাইরে, সড়কে, যানবাহনে, প্রতিষ্ঠানে, বাজারে, জাতীয় অর্থনীতিতে, রাষ্ট্রনৈতিক তৎপরতায় সর্বত্র আমরা তারই মাশুল দিচ্ছি। 

বিশ্ববিদ্যালয়, মিডিয়া, আদালত, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ সব প্রতিষ্ঠানের ওপর সরকারি কর্তৃত্ব এখন নিরঙ্কুশ। মুক্তচিন্তা, বিচার-বিশ্লেষণ, সৃজনশীলতা, অন্যায়ের প্রতিবাদ, জ্ঞানবিজ্ঞানের চর্চা—সবকিছুর প্রধান কেন্দ্র হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের। 

স্বায়ত্তশাসিত বলে পরিচিত যে কয়টি বিশ্ববিদ্যালয়, সেগুলোকেও পরিকল্পিতভাবে অথর্ব করে রাখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান যোগ্যতা এখন সরকারের পূর্ণ আনুগত্য এবং দুর্নীতি ও সন্ত্রাসের সহযোগী ভূমিকা। হলগুলোকে নির্যাতনের কারখানা বানানো হয়েছে। জাতীয় স্বার্থ নিয়ে মতপ্রকাশের ‘অপরাধে’ হলে ছাত্রকে পিটিয়ে খুন করা হয়েছে। আবরার একজনের নাম।

এই লেখার সময়ই আমার সামনে সংবাদপত্রের খবর—বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু। নিহত ব্যক্তিদের বেশির ভাগ একেবারেই তরুণ। এর আগে নিমতলা, হাশেম ফুড, চুড়িহাট্টা ও বনানীর চিত্র একই রকম। 

কোনো নিরাপত্তাব্যবস্থার ঠিক নেই, আগুন ধরার সব ব্যবস্থা পাকাপোক্ত, কিন্তু নেভানোর ব্যবস্থা ভাঙাচোরা, ভেতরে যাওয়ার ব্যবস্থায় জাঁকজমক আছে, কিন্তু বিপদ হলে বের হওয়ার রাস্তা পাওয়া যায় না। খোলা জায়গা নেই, পানির ব্যবস্থা নেই। এগুলো ছাড়াই তালি পেতে পেতে ঝকঝকে উন্নয়নের বহুতল ভবন উঠছে ঢাকায়। এগুলো অনুমোদনও পায় তাড়াতাড়ি, কাগজে-কলমে তদারকি, কেনা যায় সবই।

অভাব বাড়ছে, কারণ সরকারঘনিষ্ঠ কিছু লোকের সম্পদ অভূতপূর্ব মাত্রায় বাড়ছে, তার সামান্য নমুনা বিতর্কিত নির্বাচনে প্রার্থীদের হলফনামায় পাওয়া যায়! বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর গত কয় বছরে তাঁদের সম্পদ বেড়েছে শত শত গুণ। এ ধারা অব্যাহত রাখার জন্যই তাদের প্রয়োজন গণতন্ত্রবিহীন ব্যবস্থা! প্রয়োজন সর্বজনের মতপ্রকাশের ওপর খড়্গ বসানো! 

একের পর এক তাই এসব জানা ‘দুর্ঘটনায়’ মানুষ মরতে থাকে। আর লাশ গুনতে গুনতে আমরা শুনি সরকারের তদন্ত কমিটি আর দুঃখ প্রকাশের খবর। অকালমৃত্যুর বা খুনের সঙ্গে সঙ্গে এসব তামাশারও কোনো বিরতি নেই! 

নিয়মিত চলছে সড়কে মৃত্যু। সমাধান হাতের কাছে থাকলেও কোনো উদ্যোগ নেই। ডেঙ্গুতে মৃত্যু। বিগত ছয় বছরেও এতসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, যত হয়েছে এই বছরে। কিন্তু মানুষের দুর্ভোগের প্রতি নির্লিপ্ততা, লোভ, দুর্নীতি ও সমন্বিত উদ্যোগের অভাবে সমাধানের পথ উপেক্ষিতই থেকেছে। আর মানুষ ভুগছে, মরছে।

পার্বত্য চট্টগ্রামে নজরদারি আর নিপীড়নের আবহাওয়া অব্যাহত আছে দশকের পর দশক। পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে, অথচ সহিংসতা চলছেই।

খুন হচ্ছে একের পর এক। মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ড. মেঘনা গুহঠাকুরতা বলেছেন, পাহাড়ে খুনের ধরন দেখে মনে হয়, তরুণ সম্ভাবনাময় ও জনপন্থী নেতৃত্ব যাতে গড়ে না ওঠে, সে জন্যই এসব হত্যাকাণ্ড চলছে।

নির্বাচনের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির আন্দোলন করছিলেন। প্রতিবারই মজুরির কথা বলতে শ্রমিকদের রাস্তায় নামতে হয়! কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করে না। 

এবারও মজুরি নিয়ে কোনো যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার বদলে মালিকদের প্রস্তাবই মেনে নেওয়া হয়েছে। আর আন্দোলনকারী শ্রমিকের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের সম্মিলিত আক্রমণ হয়েছে। একজন নারীসহ চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, জখম হয়েছে আরও অনেকে। এগুলোরও কোনো বিচার নেই।

দ্রব্যমূল্যে মানুষ যখন দিশাহারা, তখন আবারও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বলা হচ্ছে, ভর্তুকি এত বেশি দেওয়া সম্ভব নয়। আইএমএফও তা-ই বলছে। অথচ এর কারণ দূর করার কোনো আগ্রহ নেই তাদের কারও।

কতিপয় কোম্পানির বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখার জন্য তাদের ১০ বছরে দেওয়া হয়েছে ১ লাখ কোটি টাকারও বেশি। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, বিদেশি কোম্পানি ও দেশি বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীনির্ভর, এলএনজি-কয়লা-পারমাণবিকনির্ভর ব্যবস্থা করার কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে বহুগুণ। আর সেই ব্যয় মেটাতে বারবার বাড়ানো হচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম।

এই পথে চললে দাম এ রকম বাড়তেই থাকবে। অথচ এর বিকল্প অনেক নিরাপদ, সুলভ পথ ছিল। সে পথে গেলে কিছু গোষ্ঠীর খুব কম সময়ে বিত্তের পাহাড় তৈরি সম্ভব ছিল না। সে জন্য বাংলাদেশের নতুন ২২ পরিবার বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে ফুলেফেঁপে উঠছে। আর তারাই এখন দেশ চালায়।

এদিকে জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। ঢাকা শহরে একটু ঘুরলেই বোঝা যায় পাড়া–মহল্লা, সড়ক, বাজার, হোটেল, স্টেশনসহ সম্ভাব্য সব জায়গাতেই ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। তাদের একটি বড় অংশ নতুন।

অভাব বাড়ছে, কারণ সরকারঘনিষ্ঠ কিছু লোকের সম্পদ অভূতপূর্ব মাত্রায় বাড়ছে, তার সামান্য নমুনা বিতর্কিত নির্বাচনে প্রার্থীদের হলফনামায় পাওয়া যায়! বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর গত কয় বছরে তাঁদের সম্পদ বেড়েছে শত শত গুণ। এ ধারা অব্যাহত রাখার জন্যই তাদের প্রয়োজন গণতন্ত্রবিহীন ব্যবস্থা! প্রয়োজন সর্বজনের মতপ্রকাশের ওপর খড়্গ বসানো! 

ত্বকী হত্যার বিচার করলে, খুনি-লুটেরাদের থামালে এ রকম ক্ষমতাবানদেরই সমস্যা। ক্ষমতাবানেরা আশা করেন, মানুষ এগুলো ক্রমে ভুলে যাবে। কিন্তু মনে রাখাই আমাদের লড়াই।

যেখানে মানুষ তাদের প্রিয় শীতলক্ষ্যার দিকে তাকালেই দেখে রক্ত কিংবা লাশ, দেখে ত্বকীর আগে-পরে আরও অনেক মানুষের অস্বাভাবিক অকালমৃত্যুর খুনিদের, তখন কী করে তারা ভুলে যাবে?

তাই প্রতি মাসে বিচারের দাবি নিয়ে দাঁড়ানোই মানুষের লড়াই। এই জীবন্ত প্রতিবাদে বছরের পর বছর ত্বকী হয়ে ওঠে সব অস্বাভাবিক অকালমৃত্যুর বিচারের কণ্ঠ।

ত্বকী হত্যার বিচারের দাবি খুনি, লুটেরা, প্রাণবিনাশী শক্তিগুলোর চালক-পৃষ্ঠপোষক হিসেবে রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ায়। চায় স্বাভাবিক জীবন ও মৃত্যুর গ্যারান্টি। 

টাকা পাচার মামলায় ঢাকা টাইমসের সম্পাদক কারাগারে-যুগান্তর

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার বিবরণ থেকে জানা যায়, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে গত ২২ জুন এ চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিমাসে প্রয়োজন হলে প্রতি সপ্তাহেই জেলা প্রশাসকদের (ডিসি) বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের অনুরোধ করেছি, তারা যেন প্রতিমাসে এবং প্রয়োজন হলে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করে। যাতে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ‘তালপাতার সেপাই’ কটাক্ষ করার পাশাপাশি চ্যালেঞ্জ করে জানালেন, “ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব।” বিচারপতির পদ থেকে অবসরের পর এদিন সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি।

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, অবশেষে ইডির আবেদনে সাড়া। সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাই কোর্ট । আজ বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে  সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।  সন্দেশখালি কাণ্ডের তদন্তভার থাকবে কার হাতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরমে টানাপোড়েন।অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক চলাকালীনই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালি মামলার তদন্তভার তুলে দিলেন সিবিআইয়ের হাতে।

‘ইন্ডিয়া’-কে ভয় মোদীর, নজর ঘোরাতে ‘পরিবার’ প্রচারে, পালটা কংগ্রেসের-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ‘মোদী কা পরিবার’ নিয়ে প্রচার জনতার আসল সমস্যা আড়ালের জন্য। বিজেপি’র প্রচারের জবাব দিতে গিয়ে সোমবার এই মর্মে সরব হয়েছে কংগ্রেস। দলের বক্তব্য, ‘ইন্ডিয়া’ মঞ্চ যত জমাট বাঁধছে বিজেপি ততই অস্থির হচ্ছে।বিজেপি’র তাবড় নেতারা সোশাল মিডিয়ায় নিজেদের নামের সঙ্গে ‘মোদী কা পরিবার’ স্লোগান জুড়ে দিয়েছেন।কংগ্রেসের মুখপাত্র পবন খেরার মন্তব্য, ‘‘এই হচ্ছে ‘মোদী কা পরিবার’। তিনি প্রশ্ন করেন, কেন কর্মহীনতা এত ভয়ঙ্কর। কেন জিনিসের দাম চড়া। কৃষককে ফসলের ন্যূনতম দাম দিতে আইন হবে কিনা বলুন।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৫

ট্যাগ