কথাবার্তা: সিনহা হত্যার পর 'স্যার আমি টেকনাফ ওসি প্রদীপ..মহা বিপদে আছি'
(last modified Sun, 09 Aug 2020 10:19:40 GMT )
আগস্ট ০৯, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের চীনের সঙ্গে অর্থনীতির-দৈনিক মানবজমিন
  • রাজনৈতিক পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না: কাদের-দৈনিক সমকাল
  • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৪২ প্রাণ -দৈনিক যুগান্তর
  • ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক হলেও এ রক্ত দুষিত--কালের কণ্ঠ
  • সিনহার সহযোগী শিপ্রার জামিন, সিফাতের শুনানি কাল-ইত্তেফাক
  • প্রদীপ ছিলেন কারও কারও জন্য সোনার ডিমপাড়া হাঁস-বাংলাদেশ প্রতিদিন
  • যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:    

  • ভারতে করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই, -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‌জয় শ্রী রাম ও ‘মোদি জিন্দাবাদ স্লোগান না দেওয়ায় রামভক্তরা মারধর করল বৃদ্ধ গাফর আহমদকে -দৈনিক আজকাল
  • চাষিদের জন্য এক লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর--সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

বিশ্বের করোনা পরিস্থিতির ফলোআপ খবর

প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৭ লাখ  ২৯ হাজার ৯১০ ছাড়াল এবং আক্রান্তও ১ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৬০। 

ভারতের করোনা আপডেট খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬৪৩৯৯, মৃত্যু ৮৬১। এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা সাগে ২১ লাখ ছাড়াল। করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯।

বাংলাদেশে গত- ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এসময়ে নতুন শনাক্ত ২ হাজার ৪৮৭ জন। বর্তমানে দেশে মোট শানাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬শ’জন। আর মোট মৃত্যুবরণ করছেন ৩ হাজার ৩৯৯ জন। 

স্যার, আমি ওসি টেকনাফ...একটা মহাবিপদে পড়েছি-দৈনিক মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার পরপরই নিজেকে রক্ষায় প্রস্তুতি নিতে শুরু করেন ওসি প্রদীপ কুমার দাশ। একাধিক বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত একটি ফোনালাপে শোনা যায়, তিনি কোন ব্যক্তির পরামর্শ নিচ্ছেন। সম্ভবত কোনো একজন আইনজীবীর সঙ্গে এ ব্যাপারে শলা-পরামর্শ করেন প্রদীপ।

ফোনালাপের শুরুতেই প্রদীপ নিজের পরিচয় দেন। স্যার, আমি ওসি টেকনাফ প্রদীপ। শুভেচ্ছা বিনিময়ের পর ওসি বলেন, স্যার একটা মহাবিপদে পড়েছি, একটু আপনার সাহায্য লাগতো। স্যার আমরা একটা ১৫৩, ১৮৬ ও ৩০৭ এর  মামলা নিয়েছি। পরামর্শদাতা বলেন, ৩৫৩ সরকারি কর্মচারী অ্যাসল্টের, আর...। প্রদীপ বলেন, ১৮৬, পুলিশের কাজে বাধা স্যার।

পরামর্শদাতা বলেন,  অবসরপ্রাপ্ত, তাহলে আর এতো ডরের কি আছে। ৩০৪-এ আরেকটি মামলা দায়েরের পরামর্শ দেন পরামর্শদাতা। অজ্ঞাত ব্যক্তিদের আসামী করার পরামর্শ দেন তিনি। গত ৩১শে জুলাই রাতে টেকনাফের  শামলাপুরে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় এরইমধ্যে কারাগারে রয়েছেন প্রদীপ কুমার দাশসহ সাত আসামি। ওদিকে, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর দু’টি ফোনালাপও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। একটি ফোনালাপে প্রদীপ কুমার স্বীকার করেন তিনি গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

ওসি প্রদীপের ২২ মাসে ১৪৪ ক্রসফায়ার-দৈনিক ইত্তেফাক

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ

'রক্ত পিয়াসী’ ওসি প্রদীপ কুমার দাশের সময়ে টেকনাফে ১৪৪টি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে বলে তথ্য এসেছে। এতে মারা গেছেন ২০৪ জন।ক্রসফায়ারে নিহত সবাইকে দেওয়া হয়েছে মাদক কারবারি অথবা অবৈধ অস্ত্র বহনকারীর তকমা। অথচ সাধারণ মানুষ বলছে, ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ মানুষ। আর এসবই ঘটেছে প্রদীপ কুমার দাশ টেকনাফ থানার ওসি হয়ে আসার পর গত ২২ মাসে।স্থানীয়রা বলছে, ‘রক্ত পিয়াসী’ বিতর্কিত ওসি প্রদীপ কারান্তরিণ ও সাময়িক বরখাস্ত হওয়ার খবরে টেকনাফ জুড়ে হাজারো নির্যাতিত পরিবারে আনন্দের বন্যা বইছে। স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম করা হয়েছে এভাবে-সিনহা হত্যাকাণ্ড নিয়ে উস্কানিমূলক বক্তব্য কাম্য নয়। এতে সুষ্ঠু তদন্ত ব্যাহত হয়  বলে মন্তব্য করেছেন শীর্ষ পুলিশ কর্মকর্তা।

প্রদীপ ছিলেন কারও কারও জন্য সোনার ডিমপাড়া হাঁস-বাংলাদেশ প্রতিদিন

সাবেক সেনাসদস্য মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান খুনের অন্যতম অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ওপর ছিল প্রশাসনের শীর্ষকর্তাদের আশীর্বাদ। প্রদীপ ছিলেন কারও কারও জন্য সোনার ডিমপাড়া হাঁস। তাই একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অপরাধ করে বারবার পার পেয়ে যাওয়ায় টেকনাফে দানবীয় রূপ ধারণ করেন সমালোচিত সাবেক পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আগে কখনো অভিযোগ আসেনি। তাই দায়িত্ব পালনকালে তিনি কোনো অনিয়ম-দুর্নীতি করেছেন কি না তা বলতে পারব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টা এখন অন্য সংস্থা তদন্ত করছে। তাই প্রদীপকে নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আকতার কবির চৌধুরী বলেন, ‘সাবেক পুলিশ পরিদর্শক প্রদীপের চাকরিজীবনের পুরোটাই ছিল বিতর্কের মধ্যে। অসংখ্যবার তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। বরখাস্ত ও প্রত্যাহার হওয়ার পর দ্রুতই স্বপদে বহাল হয়েছেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া কখনো এ ধরনের কর্মকান্ড নির্বিঘ্নে করা সম্ভব নয়। প্রদীপের ভয়ঙ্কর উত্থানে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা রয়েছে।’

'ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক হলেও এ রক্ত দূষিত'-দৈনিক কালের কণ্ঠ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারতের দূষিত রক্ত থেকে মুক্তি দরকার

'ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক' পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেমের এমন বক্তব্যের জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। কিন্তু এ রক্ত তো দূষিত রক্ত। দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। দূষিত রক্ত থেকে আমাদের মুক্তি দরকার।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. জাফরুল্লাহ বলেন, ভারত প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের মারলেও এ নিয়ে কোনো আওয়াজ নেই। অথচ নেপাল সরকার সংসদে ভারতের বিরুদ্ধে আইন করছে। ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নেই।তিনি বলেন, অত্যন্ত দুঃখে আছি। সম্প্রতি ঈদ গেল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে ২৫ কোটি মানুষ তাদের নিজের ধর্ম পালন করতে পারেনি। তারা গরুর মাংস খেতে পারল না। অথচ হিন্দুরা চিরকাল নরেন্দ্র মোদির পূর্বপুরুষরা গরুর মাংস খেত। চোখ অন্ধ ভারত ২৫ কোটি মুসলমানকে ধর্ম পালন করতে দিচ্ছে না।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এটা কি ওসি প্রদীপের ঘটনা, নাকি এর সাথে ভারতীরা যুক্ত আছে? এটাকে পরিষ্কারভাবে পরীক্ষা করা দরকার। এজন্য পুলিশি তদন্ত দিয়ে হবে না। একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে। ১০ শতাংশ পুলিশ আছে, যারা প্রদীপের মতো, বাকিরা সজ্জন। এ ঘটনায় যদি কমিশন গঠন না হয় সেটা হবে দুর্ভাগ্যজনক।ডা. জাফরুল্লাহ বলেন, একটা কাল্পনিক কাহিনিকে ভিত্তি করে ভারত রাম মন্দির প্রতিষ্ঠা করেছে।

শিপ্রার জামিন, সিফাতের আদেশ সোমবার-দৈনিক ইত্তেফাক

শিপ্রা দেবনাথের জামিন হয়েছে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় পুলিশের মামলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শিপ্রা দেবনাথ জামিন পেয়েছেন।রবিবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।শিপ্রার আইনজীবী আরুপ বড়ুয়া জানান, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ নিজেদের বাঁচানোর জন্য এই মামলায় শিপ্রাকে জড়িয়েছে।

মেজর অব.সিনহা মো.রাশেদ-শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত

এছাড়া সিনহার অপর সঙ্গী শাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি হলেও আদালত এখনও আদেশ দেয়নি।সিফাতের মামলা আগামীকাল শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাহাবুবুল আলম দিপু।

পল্লবী থানার ভিতরে বোমা বিস্ফোরণ ডিসি ও ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তা বদলি-দৈনিক ইত্তেফাক

রাজধানীর পল্লবীতে থানার ভিতর বোমা বিস্ফোরণের ঘটনায় মিরপুর বিভাগের উপ-কমিশনারসহ (ডিসি) ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানা ভবনের দোতলায় পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলামের কক্ষে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ পুলিশ সদস্য ও একজন পুলিশ সোর্স আহত হওয়ার ঘটনা নিয়ে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়।পুলিশের তদন্ত কমিটি ঘটনাটি সাজানো বলে তদন্ত রিপোর্ট দেয়। এই রিপোর্টের ভিত্তিতে গতকাল শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছয় কর্মকর্তাকে বদলি করেন।

সর্বশেষ ক্রসফায়ার-দৈনিক মানবজমিন

আইএসপিআর

বিগত ৭ই আগস্ট দৈনিক মানবজমিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের( আইএসপিআর) বিজ্ঞপ্তির বরাত দিয়ে একটা সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদটির শিরোনাম ছিল ‘পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এটাই শেষ ঘটনা‘। সংবাদটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি পুলিশের কতিপয় সদস্য দ্বারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যাকাণ্ডকে সর্বশেষ হত্যাকাণ্ড বলে পুলিশের আইজিপি যে আশ্বস্ত করেছেন সেটা সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যের হত্যাকাণ্ডের বেলায় কথিত হলেও আমাদের বিশ্বাস তাঁর বক্তব্যে নিরাপত্তার যে আশ্বাস প্রতিফলিত হয়েছে তা জাতির সর্বপর্যায়ের প্রতিটি মানুষের জন্যই প্রযোজ্য হবে। দেশজুড়ে সরকারের অনেক ব্যর্থতার মাঝেও একটি আশার আলো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারিত হয়েছে যে অন্তত কাউকে বিনাবিচারে বন্দুকযুদ্ধের নামে হত্যার শিকার হতে হবে না। আইজিপি নিঃসন্দেহে তারবক্তব্যের জন্য সাধুবাদ পেতে পারেন। আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তার এই নির্দেশনার কার্যকারিতা উপলব্ধি করার জন্য।

ঈদযাত্রায় সড়কে ঝরল ২৪২ প্রাণ-দৈনিক যুগান্তর

এবারের ঈদের সড়ক দুর্ঘটনায় ২৪২ জন মারা গেছেন

এবারের ঈদে যাতায়াত সীমিত হলেও সড়ক দুর্ঘটনা কমেনি। সড়ক-মহাসড়কগুলোতে ২০১টি সড়ক দুর্ঘটনায় ২৪২ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ২৩৮টি দুর্ঘটনায় ৩১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২০ প্রকাশকালে এ তথ্য তুলে ধরেন।এতে বলা হয়, প্রতি বছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

লক্ষ্য আত্মনির্ভরতা, ১০১ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

'আত্মনির্ভরতা’র পথে আরও এক ধাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এ বার কোপ পড়ল প্রতিরক্ষা আমদানিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রবিবার জানিয়েছেন, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রগুলিকে চাঙ্গা করার লক্ষ্যে ১০১ রকমের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কামান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাল্কা যুদ্ধবিমান থেকে স্বয়ংক্রিয় রাইফেল, অনেক কিছুই রয়েছে এই তালিকায়! রাজনাথ আজ টুইট করেন, ‘‘২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।’

কৃষক বন্ধু কেন্দ্র! চাষিদের জন্য এক লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর-সংবদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশের উন্নতি করতে হলে কৃষি পরিকাঠামো (Agriculture Infrastructure) উন্নয়ন প্রয়োজন। বারবার এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। রবিবার ভারচুয়াল কনফারেন্সের মাধ্যমে কৃষকদের জন্য নতুন প্রকল্প ‘কৃষি পরিকাঠামো তহবিল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অর্থের সাহায্যে কৃষকরা ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের কৃষিতে বিপ্লব আসবে বলে আশা প্রধানমন্ত্রীর। তবে সরাসরি কোনও আর্থিক সাহায্য নয়, বরং ঋণের মাধ্যমেই চাষিরা এই অর্থ পাবেন।

‌জয় শ্রী রাম’ ও ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান না দেওয়ায় রামভক্তদের মারধর প্রৌঢ়কে-দৈনিক আজকাল

জয় শ্রী রাম না বলায় গাফর আহমেদকে পেটাল রামভক্তরা

ফের রামভক্তদের অত্যাচারের শিকার হলেন এক প্রৌঢ়। মারধর করে ফেলে রেখে চলে গেল দুই ভক্ত। কী অপরাধ প্রৌঢ়ের? তিনি ‘জয় শ্রী রাম’ও ‘মোদি জিন্দাবাদস্লোগান দিতে রাজি হননি। সেই কারণে এবং তাঁর ধর্মের জন্য তাঁকে এমনকি নিজের দেশ ছেড়ে পাকিস্তান চলে যাওয়ার কথাও বলা হল। 

এই ধরণের ঘটনা নতুন নয়। আর এই অত্যাচার কেবলমাত্র মুসলিম ধর্মাবলম্বী বলেও নয়। দীর্ঘদিন ধরে গোটা দেশ থেকে ‌এরকম ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ‘জয় শ্রী রাম ও ‘মোদি জিন্দাবাদ’ এধরণের স্লোগান দিতে রাজি না হলেই ব্যক্তিকে ‘দেশদ্রোহী‌’ আখ্যা দেওয়া হচ্ছে। সঙ্গে মারধরও করা হচ্ছে। 

এবারে শিকার হলেন রাজস্থানের শিকর এলাকার প্রৌঢ় অটোরিক্সা চালক গাফর আহমেদ কাচ্ছাওয়া। তিনি এই ঘটনার পরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর এফআইআর–এ লেখা হয়, ‘শুক্রবার ভোর চারটে নাগাদ পাশের একটি গ্রামে যাত্রী নামিয়ে ফিরছিলাম। একটা গাড়ি আমায় ওভারটেক করে সামনে দাঁড়াল। দু’জন লোক নেমে এল গাড়ি থেকে। আমার কাছ থেকে তামাক চাইল। আমি দিলাম। কিন্তু নিল না। তারপর আমায় ‘জয় শ্রী রাম’ ও ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার হুমকি দিল। আমি দিইনি স্লোগান। তাতেই আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। অনেকক্ষণ ধরে এটা চলতে থাকল। তারপর আমাকে ওভাবেই ফেলে রেখে আমার ঘড়ি, টাকা পয়সা নিয়ে ভেগে গেল। আমার চোখ ফুলে গিয়েছিল। দাঁত ভেঙে গিয়েছিল। সারা মুখে ব্যথা হচ্ছিল।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯


 

ট্যাগ