আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরাইলের জন্য
(last modified Thu, 16 Dec 2021 07:51:35 GMT )
ডিসেম্বর ১৬, ২০২১ ১৩:৫১ Asia/Dhaka
  • লেবাননের প্রেস এডিটরস সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নাবিহ বেরি
    লেবাননের প্রেস এডিটরস সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নাবিহ বেরি

লেবানন জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, আরব দেশগুলো তাদের দরজা লেবাননের জন্য বন্ধ করে দিয়েছে এবং সে দরজা উন্মুক্ত করে দিচ্ছে আরবদের শত্রু ইহুদিবাদী ইসরাইলের জন্য।

লেবাননের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “একথা স্বীকার করতেই হবে যে, লেবানন এখন অবরোধের মধ্যে রয়েছে।”

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (বুধবার) নাবিহ বেরির এই বক্তব্য তুলে ধরেছে। লেবাননের প্রেস এডিটরস সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আরব জাতীয়তাবাদ এবং আরব পরিচয়ের জন্য লেবাননকে চরম মূল্য দিতে হয়েছে। সেই লেবানন এখন অবরোধের মধ্যে।

গত অক্টোবর মাসে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং দেশটি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ করার জন্য লেবাননের তখনকার তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আহ্বান জানানোর পর সৌদি আরব এইসব ব্যবস্থা নেয়। ওই সময়ে কুয়েত এবং বাহারাইনও লেবাননের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ