আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন কম্ব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i101506-আইন_আল_আসাদ_ঘাঁটি_থেকে_মার্কিন_কম্ব্যাট_সেনা_প্রত্যাহার_করা_হয়েছে
ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২১, ২০২১ ১১:৪৩ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আইন আল-আসাদ ঘাঁটি
    ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আইন আল-আসাদ ঘাঁটি

ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন।

এ কথা জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি। গতকাল (সোমবার) রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক' এর আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল তাহসিন এই তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধুমাত্র কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই ঘাঁটিতে হামলা চালায় যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি। ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারা বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে।

আইআরজিসি'র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে আইআরজিসি আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়। আধুনিক ইতিহাসে এটিই ছিল মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি কর্মকর্তারা একে মার্কিন বাহিনীর ওপর প্রথম থাপ্পড় বলে উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২১