জে. সোলাইমানি-আবু মাহদিকে স্মরণ করলেন ইরাকিরা
(last modified Mon, 03 Jan 2022 06:17:18 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ১২:১৭ Asia/Dhaka
  • শহীদ জেনারেল সোলাইমানি ও আবু মাহদি
    শহীদ জেনারেল সোলাইমানি ও আবু মাহদি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে পরম শ্রদ্ধায় স্মরণ করছেন ইরাকের জনগণ। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই বীর কমান্ডারের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল ইরাকজুড়ে পদযাত্রা এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দুই কমান্ডারকে হত্যা করে।

Image Caption

লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন রাজধানী বাগদাদে আসেন। এরপর তারা একযোগে কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের স্থলে যান। সেখানে তারা একটি স্মরণ সভায় যোগ দেন।

হত্যাকাণ্ডের স্থলে স্মরণসভা

এর আগে শনিবারও জেনারেল সোলাইমানি এবং আবু মাহদির স্মরণে বাগদাদে বিশাল সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ১০ লাখ মানুষ। স্মরণসভা থেকে সম্মিলিত কন্ঠে দাবি জানানো হয় যে, ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ