সিডনি ফেস্টিভ্যাল বয়কট করছেন অনেকেই
https://parstoday.ir/bn/news/west_asia-i102204-সিডনি_ফেস্টিভ্যাল_বয়কট_করছেন_অনেকেই
অস্ট্রেলিয়ার সিডনি শহরের বার্ষিক ফেস্টিভ্যাল থেকে এ পর্যন্ত ২০ জনেরও বেশি পারফরমার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফেস্টিভ্যালে ইহুদিবাদী ইসরাইল ২০ হাজার ডলার অর্থ ডোনেট করায় এসব শিল্পী বার্ষিক এ অনুষ্ঠান বর্জন করেন। অনুষ্ঠানে ইসরাইলকে স্টার পার্টনার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০২২ ১৬:৪০ Asia/Dhaka
  • সিডনিতে গত মে মাসে ফিলিস্তিন পন্থিদের বিক্ষোভ
    সিডনিতে গত মে মাসে ফিলিস্তিন পন্থিদের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার সিডনি শহরের বার্ষিক ফেস্টিভ্যাল থেকে এ পর্যন্ত ২০ জনেরও বেশি পারফরমার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফেস্টিভ্যালে ইহুদিবাদী ইসরাইল ২০ হাজার ডলার অর্থ ডোনেট করায় এসব শিল্পী বার্ষিক এ অনুষ্ঠান বর্জন করেন। অনুষ্ঠানে ইসরাইলকে স্টার পার্টনার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

ফেস্টিভ্যালে ইসরাইলি তহবিল যুক্ত করার কথা ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনপন্থি উচ্চ পর্যায়ের বহু শিল্পী নিন্দায় মুখর হয়ে ওঠেন। সিডনিভিত্তিক ‘ফিলিস্তিনি জাস্টিস মুভমেন্ট’ প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে ইসরাইলের অবৈধ সরকারের অর্থ যুক্ত করার বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে।

সিডনি ফেস্টিভ্যাল

সংগঠনটি জানায়, গত মে মাসে তেল আবিব যখন অবরুদ্ধ গাজার ওপর সামরিক আগ্রাসন চালায় তখন সিডনি ফেস্টিভ্যালের জন্য অর্থ দানের বিষয় নিয়ে ইসরাইল ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি হয়।

ফিলিস্তিনি জাস্টিস মুভমেন্ট বর্ণবাদ-বিরোধী সবাইকে সিডনি ফেস্টিভ্যাল বয়কট করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সিডনি ফেস্টিভ্যাল ইসরাইলের অর্থ গ্রহণের মধ্যদিয়ে বর্ণবাদী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যবস্থা করছে।#

পার্সটুডে/এসআইবি/৭