ইরাকি সংসদ স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা, আহত ২
(last modified Wed, 26 Jan 2022 09:42:24 GMT )
জানুয়ারি ২৬, ২০২২ ১৫:৪২ Asia/Dhaka
  • ইরাকি স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা
    ইরাকি স্পিকারের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা

ইরাকের জাতীয় সংসদের স্পিকারের আল-আনবার প্রদেশের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া রকেটের আঘাতে অন্তত দুই শিশু আহত হয়েছে। প্রাদেশিক নিরাপত্তা সূত্র এই খবর দিয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সম্পর্কযুক্ত মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, টাইগ্রিস নদীর কূল থেকে স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির বাড়ি লক্ষ্য তিনটি কাতিউশা রকেট রকেট নিক্ষেপ করা হয়। প্রথম রকেটটি শহরের পৌর সভার একটি গ্যারেজে গিয়ে পড়ে। দ্বিতীয় রকেট স্ট্রিট ২০তে গিয়ে পড়ে এবং তৃতীয় রকেটটি আল-রাশাদ এলাকার একটি বাসভবনের সামনে পড়ে। এতে দুই শিশু আহত হয়।

স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বলছে, তিনটি রকেটই স্পিকার হালবুসির বাড়ির ৫০০ মিটারের মধ্যে গিয়ে পড়ে।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, স্পিকার হালবুসি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন তবে সে সময় তিনি বাড়ি ছিলেন কিনা তা নিশ্চিত নয়।

হামলায় আহত শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি। কেন এই হামলা চালানো হয়েছে তাও পরিষ্কার নয়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ