ইসরাইলে আবার মুসার লাঠির হামলা
(last modified Sat, 29 Jan 2022 12:06:53 GMT )
জানুয়ারি ২৯, ২০২২ ১৮:০৬ Asia/Dhaka
  • হ্যাকার গোষ্ঠী মুসার লাঠি ইসরাইলে সাইবার হামলা চালিয়েছে
    হ্যাকার গোষ্ঠী মুসার লাঠি ইসরাইলে সাইবার হামলা চালিয়েছে

ইহুদিবাদী ইসরাইলে আবারো ‘মুসার লাঠি’ নামে একটি হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়েছে। এবার তারা ইসরাইলের একটি সামরিক প্রতিষ্ঠান ও অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

সাইবার হামলার পর গতকাল (শুক্রবার) মুসার লাঠি হ্যাকার গোষ্ঠীটি কয়েকটি ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ইসরাইলের রাফায়েল অ্যাডভ্যান্সড ডিফেন্স সিস্টেম নামে একটি প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক কোম্পানির ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করেছে তারা।

মুসার লাঠি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, “সবে মাত্র শুরু, ভবিষ্যতে আমরা ইসরাইলি কর্মকর্তাদের অফিস ও ঘরবাড়িকে আপনাদের কাছে পরিচিত করে তুলব।”

এর আগে গতকাল দিনের প্রথম দিকে গাষ্ঠীটি বলেছিল যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের রাস্তায় বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো হ্যাক করা হয়েছে। তারা ইসরাইলি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছে, “আমরা বহুবছর ধরে প্রতি মূহুর্তে আপনাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছি। আমরা এক সময় আপনাদের এমন জায়গায় আঘাত করব যা আপনারা কল্পনাও করতে পারেন না।”#

পার্সটুডে/এসআইবি/২৯