আগ্রাসীরা ৭ বছরে পারেনি, আগামীতেও পারবে না: ইয়েমেনের আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা মুহাম্মাদ আল বুখাইতি বলেছেন, আগ্রাসী দেশগুলো কেবল ইয়েমেনেরই ক্ষতি করছে না বরং তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি ক্ষতির মুখে পড়বে।
তিনি আজ (শনিবার) আরও বলেছেন, সবাই এখন এটা দেখতে পাচ্ছে দীর্ঘ সাত বছর ধরে আগ্রাসন চালিয়েও শত্রুরা তাদের কোনো লক্ষ্য হাসিল করতে পারেনি। ভবিষ্যতেও অশুভ লক্ষ্য হাসিলে ব্যর্থ হবে তারা।
আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য বুখাইতি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়াটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। ইয়েমেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কোনো দেশের জন্যই যুদ্ধ ভালো কিছু বয়ে আনতে পারবে না। এ অবস্থায় যুদ্ধ বন্ধ করলেই কেবল সবার জন্য তা মঙ্গল বয়ে আনতে পারে।
তিনি বলেন, 'আমরা ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত আছি। এর অর্থ হলো ইয়েমেনের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।'
তার মতে, আগ্রাসী দেশগুলোর সঙ্গে শান্তি আলোচনা হতে পারে। একইসঙ্গে ইয়েমেনিদের নিজেদের মধ্যেও আলোচনা শুরু করতে হবে।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে ১৭ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আর গৃহহারা মানুষের সংখ্যা লাখ লাখ।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।