ইসরাইলি প্রধানমন্ত্রীর মানামা সফর বাহরাইনের জনগণ প্রত্যাখ্যান করেছে
(last modified Tue, 15 Feb 2022 12:39:50 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম
    আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম

বাহারাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম বলেছেন, মুসলমানদের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফকালি বেনেটের মানামা সফরকে বাহরাইনের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা বাহরাইনে নাফতালি বেনেটের উপস্থিতি দেখতে চায় না। 

রাজতান্ত্রিক শাসন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বাহরাইনের জনগণের জেগে ওঠার একাদশ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের পবিত্র কোম শহর থেকে টেলিভিশনের মাধ্যমে শেখ ঈসা কাসিম এই বক্তব্য দেন

নাফতালি বেনেটকে (ডানে) স্বাগত জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি

গতকাল (সোমবার) ইসরাইলের প্রধানমন্ত্রী দুই দিনের জন্য বাহারাইন সফরে গেছেন। বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের আধ্যাত্মিক নেতা ঈসা কাসিম ইসরাইলি প্রধানমন্ত্রী বেনেটকে প্রধান শত্রু উল্লেখ করে বলেন, তার প্রথম সফরের বিরুদ্ধে বাহরাইনের গর্বিত জনগণ জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে

শেখ ঈসা কাসিম বলেন, বাহরাইনের ঈমানদার জনগণ সমস্ত নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ধৈর্য ধারণ করে সংগ্রাম করবে। চলমান বাস্তবতায় কারো অলস বসে থাকার সুযোগ নেই। তিনি আরো বলেন ঐক্য এবং সংহতির মাধ্যমেই কেবল বিজয় অর্জিত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ