মসজিদুল আকসায় ফজরের সময় হাজার হাজার মুসল্লি; কেন?
(last modified Fri, 18 Feb 2022 11:50:26 GMT )
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৭:৫০ Asia/Dhaka
  • মসজিদুল আকসায় নামাজের দৃশ্য (ফাইল ফটো)
    মসজিদুল আকসায় নামাজের দৃশ্য (ফাইল ফটো)

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় আজ ফজরের নামাজ পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, দখলদার বাহিনী ও ইহুদি উপশহরবাসীদের ব্যাপক ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও আজকের ফজরের নামাজের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।

বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসলমান মসজিদে হাজির হয়েছেন।

ইসরাইলি টিভি চ্যানেল 'কান' জানিয়েছে, মসজিদুল আকসায় সংঘর্ষের আশঙ্কায় আজ বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশ এবং বাবুল আমুদ ও শেখ জাররাহ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে আজকের জুমার নামাজেও অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি।

মসজিদুল আকসায় শত্রুদের হামলা ও অবমাননা বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই ফিলিস্তিনিরা পবিত্র এই মসজিদ রক্ষায় নানা কর্মসূচি পালন করে আসছেন। এমনি একটি কর্মসূচি হচ্ছে ফজরে নামাজের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি নিশ্চিত করা এবং মসজিদে ইতিকাফের আয়োজন। এরই ধারাবাহিকতায় শুক্রবারের ফজরের নামাজে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়।

তবে মুসল্লিদের পথ আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দখলদারেরা। অনেক দিন ধরেই ইসলামের শত্রুদের ষড়যন্ত্র রুখতে মসজিদুল আকসায় বেশি বেশি অবস্থান করছেন ফিলিস্তিনিরা।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ