শেখ জার্‌রাহ্‌-য় আবারও ইসরাইলি হামলা ও ফিলিস্তিনিদের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i104030-শেখ_জার্_রাহ্_য়_আবারও_ইসরাইলি_হামলা_ও_ফিলিস্তিনিদের_হুঁশিয়ারি
মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসের শেখ জার্‌রাহ্‌ এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের সহিংসতা অব্যাহত রয়েছে।  এবার সেখানে হানাদার ইসরাইলি সেনারা কয়েকজন ইসরাইলি সাংসদের মদদ নিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। 
(last modified 2025-11-16T11:42:52+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ২০:০৪ Asia/Dhaka
  • শেখ জাররাহ্‌ এলাকায় ফিলিস্তিনিদের ওপর হানাদার ইসরাইলিদের হামলা
    শেখ জাররাহ্‌ এলাকায় ফিলিস্তিনিদের ওপর হানাদার ইসরাইলিদের হামলা

মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসের শেখ জার্‌রাহ্‌ এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের সহিংসতা অব্যাহত রয়েছে।  এবার সেখানে হানাদার ইসরাইলি সেনারা কয়েকজন ইসরাইলি সাংসদের মদদ নিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। 

শেখ জার্‌রাহ্‌ এলাকায় দীর্ঘকাল ধরেই ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়ে আসছে ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। ইসরাইল এই এলাকাসহ গোটা আলকুদসের ইহুদিকরণ করতে চায় এবং বর্ণবাদী মনোভাব নিয়ে সেখানকার মূল অধিবাসী ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চায়। আসলে ইসরাইল চায় আলকুদস্‌ অঞ্চলে ফিলিস্তিনিদের যেন আর কোনো বসতিই না থাকে। আর এ জন্যই সেখানে ফিলিস্তিনিদের ওপর প্রায়ই নানা ধরনের সহিংসতা চালিয়ে আসছে অবৈধ দখলদার ইসরাইল।  

সম্প্রতি ইসরাইলি সেনা ও পুলিশ শেখ জাররাহ্ অঞ্চলের ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এবং ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করে। হানাদার ইসরাইলি পুলিশ এ এলাকার চারদিক ঘেরাও করে রেখেছে যাতে ফিলিস্তিনের যাওয়া-আসা নিয়ন্ত্রণ করা যায়।  

ইসরাইলের কথিত সংসদের এক উগ্র ইহুদিবাদী সদস্য শেখ জার্‌রাহ্‌ অঞ্চলে দপ্তর খুলেছে। কট্টর ফিলিস্তিনি বিদ্বেষের জন্য কুখ্যাত ওই ইহুদিবাদী সাংসদ বলেছে, এই এলাকায় বসবাসরত ইহুদি পরিবারগুলোকে নিরাপত্তা দেয়াই সেখানে তার দপ্তর খোলার উদ্দেশ্য! কারণ ইসরাইলি সরকার তাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়। 

এর আগে গত বছরে ইসরাইলের কথিত আদালত শেখ জার্‌রাহ্‌ অঞ্চল থেকে ১২টি ফিলিস্তিনি পরিবারকে বসতি গুটিয়ে নিতে হুকুম দেয়। ওই ফিলিস্তিনিরা আপিল করায় বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। এ ছাড়াও ইসরাইলি মন্ত্রীসভা গত জানুয়ারি মাসে শেখ জার্‌রাহ্‌'র চারটি ফিলিস্তিনি পরিবারকে এই এলাকা থেকে চলে যাওয়ার নোটিশ দেয়। ইসরাইলি মন্ত্রীসভা দাবি করছে যে এক সময় ইহুদিরাই নাকি এই ফিলিস্তিনিদের বাড়িঘরের মালিক ছিল!

এ ছাড়াও সম্প্রতি কুদস-দখলদার ইসরাইলি পৌর-কর্তৃপক্ষ একুশ দিনের মধ্যে শেখ জার্‌রাহ্‌'র কোনো কোনো ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর ভেঙ্গে ফেলতে বলেছে। ফিলিস্তিনিরা ওইসব বাড়িঘর না ভাঙ্গলে ওই কর্তৃপক্ষই ওইসব বাড়িঘর ভেঙ্গে দিবে এবং ভাঙ্গার খরচও ফিলিস্তিনিদের থেকে আদায় করা হবে বলে হুমকি দিয়েছে! অথচ ওই ফিলিস্তিনি পরিবারগুলো জানিয়েছে তারা বহু বছর আগে জর্দান সরকারের কাছ থেকে ওইসব জমি কিনে সেখানে বসবাস করে আসছে।

এদিকে ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো শেখ জার্‌রাহ্‌ এলাকার ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ দলের একজন সিনিয়র নেতা শেখ জার্‌রাহ্‌ অঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের তৎপরতাকে জাতিগত শুদ্ধি অভিযানের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে বলেছেন, ফিলিস্তিনি সংগ্রামীরা জাতিগত শুদ্ধি অভিযান  মেনে নিবে না এবং ইসরাইলের এসব তৎপরতা প্রতিরোধ করবে।

ফিলিস্তিনি সংগ্রামীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে আবারও একটি যুদ্ধ ঘটতে পারে শেখ জার্‌রাহ্‌কে নিয়ে। এই এলাকায় সহিংসতা বন্ধ করতে এবং সেখানে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় জোট। কোনো কোনো সূত্র জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী বুধবার ২৩ ফেব্রুয়ারি ফিলিস্তিন পরিস্থিতি ও বিশেষ করে শেখ জার্‌রাহ্‌'র পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবে।  #

পার্সটুডে/এমএএইচ/১৮