গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বিষয়ে সতর্ক করলো জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i154378-গাজায়_কৃত্রিম_দুর্ভিক্ষ_সৃষ্টির_বিষয়ে_সতর্ক_করলো_জাতিসংঘ
পার্সটুডে-ইসরাইল কর্তৃক আরোপিত আর্থিক সম্পদের তীব্র অভাব এবং ব্যাপক বিধিনিষেধের কথা উল্লেখ করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরাওয়া।
(last modified 2025-11-25T10:58:41+00:00 )
নভেম্বর ২৪, ২০২৫ ২১:০৩ Asia/Dhaka
  • গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বিষয়ে সতর্ক করলো জাতিসংঘ
    গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বিষয়ে সতর্ক করলো জাতিসংঘ

পার্সটুডে-ইসরাইল কর্তৃক আরোপিত আর্থিক সম্পদের তীব্র অভাব এবং ব্যাপক বিধিনিষেধের কথা উল্লেখ করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা আনরাওয়া।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা UNRWA গাজা উপত্যকায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ, গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীর জীবিকার জন্য হুমকির বিষয়ে সতর্ক করেছে।

UNRWA ঘোষণা করেছে গাজা উপত্যকায় কৃত্রিমভাবে সৃষ্ট দুর্ভিক্ষ অব্যাহত রয়েছে এবং আর্থিক সম্পদের তীব্র অভাব এ অঞ্চলে মানবিক সংকটকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে এসেছে। ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায় UNRWA মিডিয়া উপদেষ্টা আদনান আবু হাসনা বলেছেন, খাদ্য সংকট বিদ্যমান বিশাল সমস্যার একটি অংশ মাত্র। তিনি জোর দিয়ে বলেছেন: গাজা, পশ্চিম তীর, সিরিয়া, লেবানন এবং জর্ডানে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ঘাটতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আবু হাসনার মতে, UNRWA-এর কার্যক্রমের ওপর ইহুদিবাদী ইসরাইল কর্তৃক আরোপিত চাপ এবং বিধিনিষেধ সংস্থাটিকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন