'মিথ্যা অজুহাত তুলে সিরিয়ার মতো রাশিয়াকে টার্গেট করছে পাশ্চাত্য'
https://parstoday.ir/bn/news/west_asia-i104194-'মিথ্যা_অজুহাত_তুলে_সিরিয়ার_মতো_রাশিয়াকে_টার্গেট_করছে_পাশ্চাত্য'
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যেভাবে সিরিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল ঠিক একইভাবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মিথ্যা অজুহাত তুলে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:১০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ (বামে) ও ফয়সাল মিকদাদ
    সের্গেই ল্যাভরভ (বামে) ও ফয়সাল মিকদাদ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যেভাবে সিরিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল ঠিক একইভাবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মিথ্যা অজুহাত তুলে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।

গতকাল (সোমবার) রাশিয়ার রাজধানী মস্কোয় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন ফয়সাল মিকদাদ। বৈঠকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন।

ফয়সাল মিকদাদ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কপটতা, মিথ্যা এবং প্রতারণামূলক অপপ্রচারে লিপ্ত, ঠিক একইভাবে তারা সিরিয়ার বিরুদ্ধে কাজ করেছিল। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য উৎসাহী করে তুলছে; এজন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনে ভেতর-বাইরে ঘাঁটি গড়ে তুলছে। পাশাপাশি তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে বিস্তৃত করার চেষ্টা করছে এবং রাশিয়া ফেডারেশন ও বিশ্বের আরো কিছু দেশকে হুমকির মুখে ফেলছে।

ল্যাভরভের সঙ্গে গতকালের বৈঠককে মিকদাদ রাশিয়া ও সিরিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতা এবং সমতা প্রতিষ্ঠার জরুরি যা রাশিয়া ও সিরিয়ার অভিন্ন লক্ষ্য।

সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (ফাইল ফটো)

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফয়সাল মিকদাদ ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদীদের এই আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেয়ার বৈধ অধিকার দামেস্কের রয়েছে। ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা ঠিকই এক সময় বুঝবে যে, সিরিয়া তার জবাব দেয়ার ক্ষমতা রাখে।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার চলমান সংকট সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগলিক অখণ্ডতা নিশ্চিত করতে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, “আমাদের যৌথ কাজে বাধা সৃষ্টি করার জন্য আমরা কোনোভাবেই পশ্চিমাদের সুযোগ দিত পারি না।"

সিরিয়ার ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জোরালো নিন্দা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসরাইলি হামলা শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘনই নয় বরং সিরিয়া যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই চালাচ্ছে তাকেও ক্ষতিগ্রস্ত করছে।#

পার্সটুডে/এসআইবি/২২