ইয়েমেন বিষয়ক নিরাপত্তা পরিষদের প্রস্তাব শান্তি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে: খাতিবজাদে
(last modified Tue, 01 Mar 2022 13:09:53 GMT )
মার্চ ০১, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদেহ
    সাঈদ খাতিবজাদেহ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইয়েমেন সঙ্কট নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং এর ভাষ্য শান্তি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। ওই প্রস্তাব বিবদমান পক্ষগুলোকে আরও বেশি দূরে ঠেলে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজ (মঙ্গলবার) ইয়েমেন বিষয়ক নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে ওই প্রস্তাব এবং তাতে ব্যবহৃত ভাষায় আগ্রাসী জোটভুক্ত দেশগুলোর রাজনৈতিক বিবেচনা এবং লবিংয়ের প্রভাব সুস্পষ্ট।

খাতিবজাদে বলেন, ইয়েমেন যুদ্ধের সূচনা থেকে দেশটির প্রকৃত অবস্থাকে উপক্ষো করে আগ্রাসনের হোতাদের সমর্থনে একপেশে দৃষ্টিভঙ্গি পোষণ করা হচ্ছে। সে কারণেই পক্ষপাতদুষ্ট ও অবাস্তব এই দৃষ্টিভঙ্গি ইয়েমেন সংকট নিরসনে কোনো প্রভাব তো ফেলেই নি, বরং শতাব্দীর সর্বনিকৃষ্ট মানবিক বিপর্যয়কে দীর্ঘস্থায়ী করার ইন্ধন জুগিয়েছে।

তারই পরিপ্রেক্ষিতে সৌদি জোটের আগ্রাসনকে পাশ কাটিয়ে নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করা থেকে দূরে সরে গেছে। সে কারণেই বিগত সাত বছর ধরে আন্তর্জাতিক সকল রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে ইয়েমেনের ওপর অন্যায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি জোট। বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে, নিরীহ লোকজনের বাড়ি-ঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলোতে অন্যায় অবরোধ আরোপ করে মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে।  এভাবে চলতে থাকলে ইয়েমেন শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে খাতিবজাদে মন্তব্য করেন।

গতকাল (সোমবার, ২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী এবং এই গোষ্ঠির নেতাদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত নিষেধাজ্ঞা বৃদ্ধির ওই প্রস্তাব উত্থাপন করেছিল।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।