ইফতার করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সেনাদের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i106182-ইফতার_করতে_যাওয়া_ফিলিস্তিনিদের_ওপর_ইহুদিবাদী_সেনাদের_হামলা
ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পবিত্র আল-কুদস শহরের বাব-আল আমুদ বা দামেস্ক গেইটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলের ওপর হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২২ ১৭:৪৪ Asia/Dhaka
  • রোজাদার ফিলিস্তিনিদের ওপর দখল ইসরাইলি সেনাদের হামলা
    রোজাদার ফিলিস্তিনিদের ওপর দখল ইসরাইলি সেনাদের হামলা

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পবিত্র আল-কুদস শহরের বাব-আল আমুদ বা দামেস্ক গেইটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলের ওপর হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলা হয়।

এ নিয়ে টানা তিন দিন রোজাদার ফিলিস্তিনি মুসলমানদের ওপর ঘৃণ্য হামলা চালাল দখলদার ইসরাইলের সেনারা।

ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’ন জানিয়েছে, রোজাদার মুসল্লীদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইহুদিবাদী সেনারা টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা ব্যবহার করে। অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান নিউজ জানিয়েছে, অন্তত ফিলিস্তিনের ছয় তরুণকে ইহুদিবাদী সেনারা আটক করেছে যার মধ্যে তিনজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আটক এসব ফিলিস্তিনিকে প্রচণ্ড মারধোর করেছে ইসরাইলের পুলিশ।

পবিত্র মাহে রমজানের শুরুতেই দখলদার ইসরাইল বাব আল-আমুদকে সামরিক ব্যারাকে পরিণত করেছে এবং সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ওই এলাকা থেকে রোববার রাতে ১০ জন ফিলিস্তিনিকে আটক করে এবং ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ২০ জন আহত হন।#

পার্সটুডে/এসআইবি/৫