মারাত্মক ঝুঁকির মুখে ইহুদিবাদী ইসরাইলের সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i106240-মারাত্মক_ঝুঁকির_মুখে_ইহুদিবাদী_ইসরাইলের_সরকার
মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরাইলের সরকার। আজ (বুধবার) সরকার থেকে ইস্তফা দিয়েছেন জোটের হুইপ ইদিত সিলমান। এরফলে জাতীয় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের সরকার। নেসেটে এখন সরকার ও বিরোধী- দুই পক্ষেরই ৬০টি করে আসন রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৬, ২০২২ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইদিত সিলমান
    ইদিত সিলমান

মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইহুদিবাদী ইসরাইলের সরকার। আজ (বুধবার) সরকার থেকে ইস্তফা দিয়েছেন জোটের হুইপ ইদিত সিলমান। এরফলে জাতীয় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের সরকার। নেসেটে এখন সরকার ও বিরোধী- দুই পক্ষেরই ৬০টি করে আসন রয়েছে।

জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, যদি আর একজনও সরকারের পক্ষ ত্যাগ করে তাহলে বিশেষ আইন প্রয়োগ করে সংসদ ভেঙে দিতে পারবে বিরোধীরা। তাতে বর্তমান সরকারের পতন হবে।

নাফতালি বেনেট ও ইদিত সিলমান

ইস্তফার পর সিলমান জানান, মূলত স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোউইতজের সঙ্গে বাদানুবাদের কারণে তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি এই জোটের জন্য অনেক করেছি। কিন্তু দুঃখজনক হলো এই যে, আমি আর তাদের সঙ্গে কাজ করে যেতে পারছি না।”

তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী নেতা ও সাবেক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত তিন বছরের মধ্যে ইসরাইলে চার বার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬