ফিলিস্তিনিদের সংগ্রামে ও বিজয়ে সঙ্গে রয়েছি: সাইয়্যেদ নাসরুল্লাহ
(last modified Tue, 12 Apr 2022 04:49:23 GMT )
এপ্রিল ১২, ২০২২ ১০:৪৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ নাসরুল্লাহর ভাষণ আল-মানার টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়
    সাইয়্যেদ নাসরুল্লাহর ভাষণ আল-মানার টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়

লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নয়া বীরোচিত হামলার প্রশংসা করে বলেছেন, চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে তাল মিলিয়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন চলবে।

তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ প্রত্যয় জানান। সম্প্রতি ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি সংগ্রামীদের একাধিক সশস্ত্র হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী অভিবাসী নিহত হয়েছে।

ফিলিস্তিনিদের এই সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে নাসরুল্লাহ বলেন, “অধিকৃত ফিলিস্তিনের পুরুষ, যুবক, নারী, শিশু ও বৃদ্ধদের বীরত্বের সামনে আমাদের অবশ্যই শ্রদ্ধা ও গর্বের সাথে দাঁড়াতে হবে।” তিনি আরো বলেন, “অধিকৃত ফিলিস্তিনে যা কিছু ঘটছে ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এবং ইসরাইলের অস্তিত্বের ভবিষ্যতের ওপর তার সরাসরি প্রভাব রয়েছে।

সম্প্রতি ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি সংগ্রামীদের একাধিক সশস্ত্র হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী  নিহত হয়েছে

সাইয়্যেদ নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ করে বলেন, তারা যদি ভাবে ফিলিস্তিনি জনগণ ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে তাহলে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা যদি মনে করে যে, আরব শাসকদের বিশ্বাসঘাতকতার কারণে ফিলিস্তিনি যুবকরা তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের সংগ্রাম থেকে  পশ্চাদপসরণ কবে তাহলেও তারা চরম বিভ্রান্তিতে রয়েছে।

হিজবুল্লাহ মহাসচিব তার ভাষণে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীরা যত বেশ দমন অভিযান চালাবে তাদের প্রতিরোধ সংগ্রাম তত বেশি বেগবান হবে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি হিজবুল্লাহর সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এই সংগ্রাম ও বিজয়ে আপনাদের সঙ্গে রয়েছি।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিশোধমূলক হামলা বেড়ে গেছে। গত ২২ মার্চ থেকে ধারাবাহিক হামলায় ১৪ ইহুদিবাদী খতম হয়েছে। একই সময়ে আট ফিলিস্তিনিও শাহাদাতবরণ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ