আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা ও সংঘর্ষ; আহত ১৫২
(last modified Fri, 15 Apr 2022 11:03:11 GMT )
এপ্রিল ১৫, ২০২২ ১৭:০৩ Asia/Dhaka

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এতে অন্তত ১৫২ ফিলিস্তিনি আহত হয়েছে। পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে স্থানীয় সময় আজ শুক্রবার ফজরের নামাজের সময় সেখানে হানা দেয় দখলদার সেনারা।

এ সময় ফিলিস্তিনি মুসল্লিরা এতে বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর ইসরাইলি সেনারা মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। অন্তত চারশ' ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহত দেড় শতাধিক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের শরীরে গুলি লেগেছে। কেউ কেউ আবার সাউন্ড বোমায় আহত হয়েছেন। কয়েকজন সরাসরি মারধরেরও শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের দরজা বন্ধ করে দেওয়ায় অনেকেই ভেতরে আটকা পড়েছে। পুরো মসজিদ এলাকা ঘিরে রেখেছে দখলদার সেনারা।

গত বছর রমজান মাসেও আল–আকসা মসজিদে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছিল। এরপরই ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরবর্তীতে গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ঐ যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরাও ব্যাপক সাহসিকতার পরিচয় দেয় এবং ইসরাইল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। #    

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ