বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i107104-বিভেদ_সৃষ্টির_ষড়যন্ত্রের_ব্যাপারে_সজাগ_থাকতে_হবে_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি রোববার ২৩তম রমজানের রাতে সম্ভাব্য লাইলাতুল কদর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৫, ২০২২ ১৪:২০ Asia/Dhaka
  • রোববার রাতে টেলিভিশনে ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ
    রোববার রাতে টেলিভিশনে ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি রোববার ২৩তম রমজানের রাতে সম্ভাব্য লাইলাতুল কদর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান।

তিনি বলেন, লেবাননে সংঘাত বাধিয়ে দেয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে এবং এ ব্যাপারে উদাসীনতা পরিহার করতে হবে। তিনি লেবাননের ত্রিপোলি বন্দেরের কাছে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় হতাহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান।

সাইয়্যেদ নাসরুল্লাহ এই দুঃখজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দেয়ার আহ্বান জানান যাতে আর কেউ আদম সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।  

গত শনিবার (২৩ এপ্রিল) লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরের কাছে ৬০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এক শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়।

মাজার-ই-শরিফের শিয়া মসজিদে বোমা হামলা

হিজবুল্লাহ নেতা তার ভাষণের অন্য অংশে আফগানিস্তানের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আফগানিস্তানের মাজার-ই-শরিফসহ দেশটির অন্যান্য স্থানে যেসব অসহায় মানুষ উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে নিহত হয়েছেন আমাদের উচিত তাদের স্মরণ করা।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় বহু মুসল্লি হতাহত হন। হামলার কয়েক ঘণ্টার মধ্যে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস (দায়েশ)।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।