ইয়েমেনের কয়েকটি প্রদেশ দখলে নিতে চায় সৌদি আরব: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i107730-ইয়েমেনের_কয়েকটি_প্রদেশ_দখলে_নিতে_চায়_সৌদি_আরব_রিপোর্ট
ইয়েমেনের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশ নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পরিকল্পনা করছে। সৌদি সরকার গত সাত বছর ধরে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর মিত্র কয়েকটি আরব দেশকে নিয়ে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০২২ ১৮:৫৯ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

ইয়েমেনের একটি গণমাধ্যম জানিয়েছে যে, সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশ নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পরিকল্পনা করছে। সৌদি সরকার গত সাত বছর ধরে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর মিত্র কয়েকটি আরব দেশকে নিয়ে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

ইয়েমেনের ক্রাটার স্কাই নামে একটি ওয়েবসাইট সম্প্রতি জানিয়েছে, সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা ইয়েমেনের হাজরামাউথ, সাবওয়াহ, আল-মাহরা এবং আবিয়ান প্রদেশের কিছু লোক নিয়ে গঠিত কমিটির সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেনওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সৌদি আরব এসব প্রদেশের জনগণকে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দেবে যাতে তারা সৌদি আরবের সঙ্গে যুক্ত হতে পারে

এডেনভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বৈঠকে সৌদি কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, গৃহীত সিদ্ধান্ত কোনভাবেই পরিবর্তন করা হবে নাসৌদি কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনের যে সমস্ত প্রদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সেগুলো হচ্ছে সৌদি আরবে দক্ষিণ অংশ

ক্রাটার স্কাই ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, ইয়েমেনের এই সমস্ত প্রদেশ দখলের মধ্যদিয়ে সৌদি আরব ভারত মহাসাগরে প্রবেশাধিকার নিশ্চিত করতে চায়।#

পার্সটুডে/এসআইবি/৯