ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i108626-ইরাকে_মার্কিন_ঘাঁটি_আইন_আল_আসাদে_রকেট_হামলা
ইরাকের আল-আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল 'সাবেরিন' জানিয়েছে, সোমবার রাতে ঐ ঘাঁটি থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ৩১, ২০২২ ১৬:৫২ Asia/Dhaka
  • আইন আল আসাদ ঘাঁটি
    আইন আল আসাদ ঘাঁটি

ইরাকের আল-আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল 'সাবেরিন' জানিয়েছে, সোমবার রাতে ঐ ঘাঁটি থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘাঁটির সব ক'টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারণে ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। কয়েকটি সূত্র জানিয়েছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ১২২ মিলিমিটারের ছয়টি গ্রাদ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর আগেও বহুবার ইরাকে মার্কিন অবস্থান ও গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ইরাকিরা মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির প্রতিবাদে এ ধরণের হামলা চালাচ্ছে। ইরাকের সংসদে পাস হওয়া একটি প্রস্তাব অনুযায়ী সব মার্কিন সেনা সেদেশ ছাড়তে বাধ্য।

ইরাকের গণবাহিনী হাশ্‌দ আশ-শাবির অঙ্গসংগঠন হিজবুল্লাহ ব্রিগেডস'র মুখপাত্র মোহাম্মদ আল-মাহি সম্প্রতি বলেছিলেন, ইরাকি সংসদের প্রস্তাব উপেক্ষা করে সেখানে অবৈধভাবে অবস্থান করছে মার্কিন বাহিনী। দখলদার সেনাদেরকে এজন্য চরম মূল্য দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।# 

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।