জুন ০৮, ২০২২ ১৭:৩৭ Asia/Dhaka
  • বিরোধপূর্ণ গ্যাসক্ষেত্রে ইসরাইলি খননকাজ সার্বভৌমত্বের লঙ্ঘন: লেবানন

লেবাননের পানি সীমা বিষয়ক আলোচক বাসাম ইয়াসিন বলেছেন, কারিশ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের ইসরাইলি পদক্ষেপ লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

ভূমধ্যসাগরের বিতর্কিত পানি সীমায় ইসরাইলের একটি গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছানোর পর লেবাননের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। যে এলাকায় ইসরাইলের গ্যাস ড্রিলিং জাহাজ পৌঁছেছে তাকে লেবানন নিজের এলাকা মনে করে।

বাসাম ইয়াসিন আরও বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল ঐ গ্যাস ক্ষেত্রে খননকাজ শুরু করতে যাচ্ছে। কিন্তু সেখানে যাতে লেবানন খনন কাজ করতে না পারে সে লক্ষ্যে সব ধরণের বাধা তৈরি করে রেখেছে আমেরিকা। এ কারণে বিশ্বের কোনো কোম্পানিই সেখানে লেবাননের পক্ষ থেকে খনন ও উত্তোলন কাজের দায়িত্ব নিতে চাইছে না।

জাতিসংঘ ও আমেরিকার মধ্যস্থতায় দখলদার ইসরাইলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, কেবল রাজনৈতিক আলোচনায় লেবাননের কোনো লাভ নেই। কারিগরি ও আইন ভিত্তিক আলোচনায় বৈরুতের জন্য ইতিবাচক।

এর আগে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যদি তার দেশের সরকার নিশ্চিত করে যে, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সমুদ্র অধিকার লঙ্ঘন করছে তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ