মার্কিন নেতৃত্বে ইরান-বিরোধী জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i109256-মার্কিন_নেতৃত্বে_ইরান_বিরোধী_জোট_গঠনের_প্রস্তাব_দিয়েছে_ইহুদিবাদী_ইসরাইল
আমেরিকার নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের জন্য প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ জোটে সদস্য করার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের আরবদেশগুলো এবং মিশর ও জর্দানের নাম প্রস্তাব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২২ ১৩:৩২ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ
    ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ

আমেরিকার নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের জন্য প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ জোটে সদস্য করার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের আরবদেশগুলো এবং মিশর ও জর্দানের নাম প্রস্তাব করা হয়েছে।

সরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন, আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তৃত করার জন্য বিশেষ তেল আবিব বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন শুধুমাত্র সহযোগিতা প্রয়োজন নয় বরং আমেরিকার নেতৃত্বে আঞ্চলিক একটি বাহিনী গড়ে তোলা দরকার যা এই প্রক্রিয়ায় জড়িত সব পক্ষকে শক্তিশালী করবে। এ ধরনের জোট গঠনের জন্য ইহুদিবাদী ইসরাইল সরকার লাগাতারভাবে কাজ করছে বলে তিনি জানান।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইহুদিবাদী ইসরাইল এবং কয়কটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে মধ্যস্থতা করে। এ প্রক্রিয়ায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান এবং মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। বর্তমানে সৌদি আরব এ প্রক্রিয়ায় রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে।

আগামী ১৩ থেকে ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন এবং এ সময় তিনি সৌদি আরব, ইসরাইল এবং অধিকৃত পশ্চিম তীরে যাবেন। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে, এই সফরে তিনি সৌদি আরব ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য বিশেষ পদক্ষেপ নেবেন।#

পার্সটুডে/এসআইবি/১৫