ইসরাইলি খনন কাজের কারণে বিপদের মুখে মসজিদুল আকসা: পরিচালক
https://parstoday.ir/bn/news/west_asia-i109746-ইসরাইলি_খনন_কাজের_কারণে_বিপদের_মুখে_মসজিদুল_আকসা_পরিচালক
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার পরিচালক শেইখ ওমর আল কিসওয়ানি বলেছেন, পবিত্র এই মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৬, ২০২২ ১৭:১৪ Asia/Dhaka
  • শেইখ ওমর আল কিসওয়ানি
    শেইখ ওমর আল কিসওয়ানি

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার পরিচালক শেইখ ওমর আল কিসওয়ানি বলেছেন, পবিত্র এই মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

তিনি আরও বলেন, এখনই এসব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরাইলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

শেইখ ওমর আল কিসওয়ানি বলেন, ইসরাইল যেসব খনন কাজ চালাচ্ছে তা ইউনেস্কো এবং জাতিসংঘের নীতিমালা ও দিকনির্দেশনার বিরোধী। পুরনো বায়তুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এবং আল বুরাক স্কয়ারে খনন কাজ নিষিদ্ধ বলে তিনি জানান।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, মসজিদুল আকসার ক্ষতি হয়ে গেলে ধর্মযুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারবে না।

দখলদার ইহুদিবাদী ইসরাইল বহু বছর ধরেই মসজিদুল আকসাসহ মুসলমানদের পবিত্র স্থানগুলো ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে আসছে। তবে মুসলমানরাও দৃঢ়তার সঙ্গে এসব ষড়যন্ত্র মোকাবেলার চেষ্টা অব্যাহত রেখেছেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।