পশ্চিম এশিয়া
ফিলিস্তিনি বন্দিদের ওপর পাশবিকতার ভিডিও ফাঁসের জের; ইসরায়েলি সেনা-প্রসিকিউটরের পদত্যাগ
-
ইয়িফাত তোমের ইয়েরুশালমি, ইসরায়েলি সেনাবাহিনীর প্রসিকিউটর
পার্সটুডে - ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক প্রসিকিউটর পদত্যাগ করেছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক প্রসিকিউটর ইয়িফাত তোমের ইয়েরুশালমি পদত্যাগ করেছেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে কুখ্যাত 'সদি তিইম্যান' (Sde Teiman) আটক কেন্দ্রে একজন ফিলিস্তিনি বন্দীর প্রতি সৈন্যদের সহিংস আচরণের ভিডিও ফাঁস করার সম্ভাব্য ভূমিকার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির তাকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পরেই এই পদক্ষেপ নেন তিনি।
এক বিবৃতিতে পদত্যাগকারী প্রসিকিউটর বলেন: "আমি কিছু মিডিয়া আইটেম প্রকাশের দায়িত্ব নিচ্ছি; আমার লক্ষ্য ছিল কিছু সেনা কর্মকর্তার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে লড়াই করা।"
এর আগে সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দী আকরাম আল-বাস্যুনি একটি ইংরেজি ভাষার সংবাদ- নেটওয়ার্ককে ইসরায়েলি কারাগারে নির্যাতন, মৃত্যু এবং অপমানের দৃশ্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে ফিলিস্তিনি বন্দীদের মারাত্মক মারধর, মানসিক নির্যাতন, ধর্মীয় অপমানের শিকার হন এবং তাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।
প্রায় দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকা আল-বাস্যুনি স্কাই নিউজের সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে প্রচণ্ড মারধর, সহবন্দীদের মৃত্যু এবং অমানবিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। উত্তর গাজার বাসিন্দা আল-বাস্যুনিকে ২০২৩ সালের ডিসেম্বরে জাবালিয়া ক্যাম্পের একটি স্কুল থেকে গ্রেপ্তার করা হয় এবং 'সদি তিইম্যান' সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়।
মুক্তিপ্রাপ্ত বন্দী বলেন: "অনেক বন্দীকে পিটিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে আনার মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমরা যখন সাহায্যের জন্য চিৎকার করতাম, তখন রক্ষীরা জবাব দিত: 'ওকে মরতে দাও।' পাঁচ মিনিট পরে, তারা মৃতদেহটি একটি ব্যাগে মুড়িয়ে দরজা বন্ধ করে দিত।"
ইসরায়েলি কারাগারে শিশু ও নারী বন্দিসহ সব বয়সের ফিলিস্তিনি বন্দিদের ওপর নৃশংস ও পাশবিক নির্যাতনের খবর বিভিন্ন সময় প্রকাশ হয়েছে। শিশু ও নারী বন্দিদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনাও ঘটিয়েছে সন্ত্রাসী ও দখলদার ইসরায়েলি সেনারা। #
পার্স টুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।