কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক ইসরাইলকে নিরাপত্তা দেবে না: রায়িসি
https://parstoday.ir/bn/news/west_asia-i109772-কিছু_আরব_দেশের_সঙ্গে_সম্পর্ক_ইসরাইলকে_নিরাপত্তা_দেবে_না_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইহুদিবাদী ইসরাইল নিজের জন্য নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে না। তিনি রোববার তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২২ ০৬:২৮ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্ট
    যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইহুদিবাদী ইসরাইল নিজের জন্য নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে না। তিনি রোববার তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিগত কয়েক বছর ধরে কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইসরাইলি প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে রায়িসি বলেন, “আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইসরাইলি প্রচেষ্টা কোনো অবস্থায় এই অবৈধ রাষ্ট্রের জন্য নিরাপত্তা বয়ে আনবে না।”

২০২০ সালের আগস্ট মাসে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয় ইহুদিবাদী ইসরাইল। এরপর সুদান এবং মরক্কো তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর সম্প্রতি নিজের নিরাপত্তা শক্তিশালী করার জন্য আমেরিকার নেতৃত্বে আরব দেশগুলোর সঙ্গে ইরানবিরোধী সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে তেল আবিব।

রোববার প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন কাজিমি

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, “আমরা বিশ্বাস করি এ অঞ্চলের দেশগুলো নিজেরাই আঞ্চলিক সব সমস্যার সমাধান করতে সক্ষম। কিন্তু এখানে বিদেশিদের উপস্থিতি সমস্যার কোনো সমাধান করবে না বরং সমস্যার জটিলতা বাড়াবে।”

ইরান ও ইরাক নিজেদের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী কাজিমি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযেগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তার দেশ সফরে ইচ্ছুক ইরানি জিয়ারতকারীদের জন্য আগের চেয়ে সহজে ভ্রমণের সুযোগ করে দেবে তার সরকার।#

পার্সটুডে/এমএমআই/‌২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।