'পশ্চিম এশিয়ায় কুরআন-অনুরাগী মুসলিম জাতিগুলোর কাছে কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা'
(last modified Fri, 01 Jul 2022 14:02:02 GMT )
জুলাই ০১, ২০২২ ২০:০২ Asia/Dhaka
  • ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতুরাবি ফার্দ
    ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতুরাবি ফার্দ

ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতুরাবি ফার্দ বলেছেন, পশ্চিম এশিয়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন সরকার, এ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন পবিত্র কুরআন-অনুরাগী শক্তিশালী মুসলিম জাতিগুলোর হাতে রয়েছে।


আজ জুমা নামাজের খোতবায় তিনি বলেন, দক্ষিণ পশ্চিম এশিয়ায় এখন যে সামরিক ন্যাটো জোট গঠনের কথা বলছে কেউ কেউ এর কারণ হল তারা এ অঞ্চলের মুসলিম জাতিগুলোর ক্রমবর্ধমান শক্তি দেখতে পাচ্ছে। 

তিনি আরও বলেন, মার্কিন সরকারের অনুচর ন্যাটোর সেনাজোট এ অঞ্চলের শক্তিশালী জাতিগুলোর আন্দোলনের মোকাবেলায় সবচেয়ে দুর্বল বা সবচেয়ে কম প্রভাব রাখছে। 

হুজ্জাতুল ইসলাম আবুতুরাবি ফার্দ বিচার-বিভাগীয় সপ্তাহ (২২-২৮ জুন) উপলক্ষে আইনানুগ রাজনৈতিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেছেন, এ ধরনের ব্যবস্থা ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয় এবং কার্যকর রাষ্ট্র-ব্যবস্থা ও নেতৃত্ব গড়ে তোলার জন্যও তা জরুরি।   #

পার্সটুডে/এমএএইচ/ ১

ট্যাগ