সৌদি আরব আগ্রহী হলে ষষ্ঠ দফা আলোচনা হতে পারে: ইরান
(last modified Thu, 14 Jul 2022 14:11:06 GMT )
জুলাই ১৪, ২০২২ ২০:১১ Asia/Dhaka
  • আলী  রেজা এনায়াতি
    আলী রেজা এনায়াতি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক মহাপরিচালক আলী রেজা এনায়াতি বলেছেন, সৌদি আরব আগ্রহী হলে আবারও দেশটির সঙ্গে আলোচনা হতে পারে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ইরাকের মধ্যস্থতায় এ পর্যন্ত দুই দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে। বাগদাদে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা পক্রিয়া অব্যাহত থাকলে এই দুই মুসলিম দেশের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হবে বলে অনেকেই আশা করছেন। 

২০১৬ সাল থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। 

দুই দেশের মধ্যে আলোচনা এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার মতো পর্যায়ে উন্নীত হয়নি বলে জানান ইরানের এই কর্মকর্তা। রেজা এনায়াতি আরও বলেন, সৌদি আরব আগ্রহী হলে ইরান ষষ্ঠ দফা আলোচনাকে স্বাগত জানাবে।

এর আগে এই খবর বেরিয়েছিল যে, দুই দেশের মধ্যে পঞ্চম দফা আলোচনার মধ্যদিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আশার আলো দেখা গেছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।