‘ইরাক কখনো প্রতিবেশীদের হুমকি দেয়ার ঘাঁটিতে পরিণত হবে না’
-
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, সৌদি আরবে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো আলোচনা হওয়ার কথা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, তার দেশ কখন প্রতিবেশীদেরকে হুমকি দেয়ার ঘাঁটিতে পরিণত হবে না।
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আঞ্চলিক তাৎপর্যপূর্ণ এ সম্মেলন শুরুর একদিন আগে শুক্রবার তিনি এসব কথা বললেন। এই সম্মেলনে অংশ নেবে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো, মিশর এবং জর্দান।
ইরাকের প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে ঘোষণা দেন যে, তার দেশ কোনো ঘাঁটি বা সামরিক জোটের অংশ হবে না। তিনি বলেন, ইরাক আজ কিংবা কাল -কখনোই এসব করবে না বরং তার সরকারের লক্ষ্য হচ্ছে ‘সবার আগে ইরাক’।
ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে- জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পাশাপাশি এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট সহযোগিতামূলক পদক্ষেপ, অংশীদারিত্ব এবং যৌথ সমন্বয়ের বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন।
ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জেদ্দা সম্মেলনে দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে কোনো আলোচনা হবে না।#
পার্সটুডে/এসআইবি/১৬