সব আরব দেশ ইরানের সঙ্গে সম্মানজনক সুন্দর সম্পর্ক চায়: জর্দান
https://parstoday.ir/bn/news/west_asia-i110636-সব_আরব_দেশ_ইরানের_সঙ্গে_সম্মানজনক_সুন্দর_সম্পর্ক_চায়_জর্দান
জর্দানসহ সব আরব দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সৎপ্রতিবেশী সুলভ নীতি অনুসরণ করে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন চায়। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২২ ১৯:৫০ Asia/Dhaka
  • জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি
    জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি

জর্দানসহ সব আরব দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সৎপ্রতিবেশী সুলভ নীতি অনুসরণ করে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন চায়। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ কথা বলেছেন।

সৌদি আরবের মালিকানাধীন আশশার্ক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বর্তমান উত্তেজনা নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সংলাপ। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান যেমন থাকতে হবে তেমনি একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেন, “এ অঞ্চলে যথেষ্ট সংকট রয়েছে, নতুন করে আর কোনো উত্তেজনার প্রয়োজন নেই।”

তিনি বলেন, "আমরা ইরানের সঙ্গে যে সুন্দর সম্পর্ক চায় তা অর্জন করতে হলে উত্তেজনা সৃষ্টির কারণগুলোর সত্যিকার সমাধান হতে হবে।"

আয়মান সাফাদি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অন্তর্ভুক্তিতে ন্যাটোর আদলে সামরিক জোটের সম্ভাবনা নাকচ করে দেন।#

পার্সটুডে/এসআইবি/১৬