ইরাক ও ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে: মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i110804-ইরাক_ও_ইরান_দীর্ঘমেয়াদি_কৌশলগত_জ্বালানি_চুক্তি_করেছে_মন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানিয়েছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় ইরান ইরাককে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২২ ১২:৪২ Asia/Dhaka
  • বিদ্যুৎখাতে ইরান-ইরাক কৌশলগত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে
    বিদ্যুৎখাতে ইরান-ইরাক কৌশলগত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানিয়েছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় ইরান ইরাককে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে।

তেল মজুদের দিক দিয়ে ইরাক যদিও বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে তারপরও লাগাতারভাবে দেশটি বিদ্যুতের ঘাটতির মধ্যে রয়েছে। ইরাকের জ্বালানি চাহিদার দিক বিবেচনা করে কয়েক বছর ধরে ইরান দেশটিকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

ইরানি মন্ত্রী বলেন, ইরাক যেমন বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করছে এবং তার প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তেমনি ইরান এই বিদ্যুৎ সরবরাহ করে একটি স্থিতিশীল আয়ের পথ তৈরি করতে পারে। এজন্য ইরান তার বিদ্যুৎ নেটওয়ার্কের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে ইরাকে বিদ্যুৎ সরবরাহ করার কূটনীতি গ্রহণ করেছে।

আলী আকবর মেহরাবিয়ান

আলী আকবর মেহরাবিয়ান জানান, বিদ্যুতের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ইরান বিশেষ জ্ঞান অর্জন করেছে এবং এ পর্যন্ত ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরাকে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এছাড়া, ইরানের বেসরকারি কোম্পানিগুলো ইরাকে ১,৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নির্মাণ করছে। এসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ইরান বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য ইরাকের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে ইরানের হাতেই রয়েছে সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ সক্ষমতা।#

পার্সটুডে/এসআইবি/২১