ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন জানালেন
যুবরাজের দাবিতে ইরান-সৌদি পরবর্তী আলোচনা প্রকাশ্যে হবে: ইরান
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের পরবর্তী আলোচনা সৌদি যুবরাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এর আগে ইরাকের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা অঘোষিতভাবে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশাহদস্থ সৌদি কনস্যুলেটে একদল উত্তেজিত জনতার হামলার অজুহাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
কয়েক বছর দু’দেশের সম্পর্কে অচলাবস্থা থাকার পর ইরাকের মধ্যস্থতায় দেশটির রাজধানী বাগদাদে এ পর্যন্ত তেহরান ও রিয়াদের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে প্রথম চার দফা আলোচনায় তেমন একটা অগ্রগতি অর্জিত না হলেও গত মে মাসে অনুষ্ঠিত পঞ্চম দফা আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা কেটে যাওয়ার আভাস পাওয়া যায়।

এ সম্পর্কে ফুয়াদ হোসেইন শনিবার বাগদাদে বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে পরবর্তী দফা আলোচনা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাগদাদে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের আলোচনা প্রকাশ্যে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তবে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন ইরান-সৌদি পরবর্তী আলোচনার তারিখ ঘোষণা করেননি।
এর আগে গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি খবর দিয়েছিলেন সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।