ইয়েমেনে আশুরার মিছিল-সমাবেশ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ঘোষণা
(last modified Mon, 08 Aug 2022 15:12:48 GMT )
আগস্ট ০৮, ২০২২ ২১:১২ Asia/Dhaka
  • সানায় শোক সমাবেশের একটি দৃশ্য
    সানায় শোক সমাবেশের একটি দৃশ্য

ইয়েমেনেও আজ ইমাম হোসাইন (আ.)'র শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী সানাসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে শোকমিছিল ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

শোক মিছিল থেকে ইহুদিবাদী ইসরাইলসহ সব আগ্রাসী শক্তির নিন্দা জানিয়ে স্লোগান দেওয়া হয়েছে। শোকার্ত জনতা ফিলিস্তিনিদের গাজার মজলুম মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রাজধানী সানার প্রধান শোক সমাবেশে অংশ নিয়ে সেদেশের উপ-সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ইমাম হোসাইন (আ.)'র শাহাদাৎ বার্ষিকী এমন সময় পালিত হচ্ছে যখন ফিলিস্তিনিদের ওপর দখলদারেরা হামলা চালিয়েছে। আমরা মনে করি কারবালার মতো ফিলিস্তিনেও তলোয়ারের ওপর রক্তের বিজয় হবে।

সাইয়্যেদ বদরউদ্দিন আব্দুল মালিক আল হুথি 

 

এদিকে, লেবাননের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ বদরউদ্দিন আব্দুল মালিক আল হুথি বলেছেন, শত্রুদের হাত থেকে ইসলাম ধর্মকে মুক্ত করতেই ইমাম হোসাইন (আ.) বিদ্রোহ করেছিলেন।

তিনি আশুরা উপলক্ষে দেওয়া এক ভাষণে আরও বলেন, ইমাম হোসাইন (আ.)'র শত্রুরা যে নীতি ও পথ অনুসরণ করতো আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সে নীতি ও পথ ধরেই এগোচ্ছে। তিনি আরও বলেন, যারাই আমেরিকা ও ইসরাইলের পক্ষাবলম্বন করবে এবং তাদের স্বার্থে কাজ করবে তাদেরই পরিণতি হবে ইয়াজিদ ও শিমারদের মতো।#        

পার্সটুডে/এসএ/৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ