এনপিটি পর্যালোচনা সম্মেলন ও ইসরাইলের পরমাণু অস্ত্রের মজুদ
https://parstoday.ir/bn/news/west_asia-i112428
দশম এনপিটি বা পারমাণবিক নিরস্ত্রিকরণ চুক্তি পর্যালোচনা সম্মেলন শুরু হয়েছে ১ আগস্টে। জাতিসংঘে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিন আজ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৬, ২০২২ ১৮:২৫ Asia/Dhaka

দশম এনপিটি বা পারমাণবিক নিরস্ত্রিকরণ চুক্তি পর্যালোচনা সম্মেলন শুরু হয়েছে ১ আগস্টে। জাতিসংঘে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিন আজ।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখত রাভাঞ্চি পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের জন্য ইহুদিবাদী ইসরাইলের শত শত পারমাণবিক ওয়ারহেডের বিপদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন কোনো কোনো দেশ পরমাণু অস্ত্রধারী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত দেখতে চাইলে পূর্ববর্তী সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসরাইলের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে।

এনপিটি'র দশম সম্মেলনে পরমাণু অস্ত্রহীন এবং অস্ত্রধারী উভয় ধরনের দেশই অংশ নিয়েছে। ১৯৭০ সাল থেকে প্রতি ৫ বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। অবশ্য করোনা মহামারির কারণে দু'বছর আগে সম্মেলন হবার কথা থাকলেও অনুষ্ঠিত হয় নি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য তিনটি: পরমাণু নিরস্ত্রিকরণ, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত সম্মেলনে ইরানের সক্রিয় উপস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন: ইরানের জন্য পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা পশ্চিম এশিয়ার দেশগুলো তাই চায়। অথচ ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলের একমাত্র দেশ যার কাছে রয়েছে শত শত পারমাণবিক ওয়ারহেড। তা সত্ত্বেও তারা এনপিটি চুক্তিতে সই করছে না এমনকি তাদের পারমাণবিক তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকেও তত্ত্বাবধান করতে দিচ্ছে না। তদুপরি তাদেরকে উল্টো আরও সহযোগিতা দিয়ে যাচ্ছে কোনো কোনো দেশ। কয়েক দশক হয়ে গেছে ইহুদিবাদী ইসরাইল তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছে। পশ্চিম এশিয়ার দেশগুলো তাই ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

অন্তত ষাট বছর আগে আমেরিকা ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরাইল লোকচক্ষুর আড়ালে তাদের ভয়ংকর পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে তাদের গুদামে অন্তত দুই শ পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পরিবেশসহ মানব সমাজের জন্য ভয়াবহ ওই গণবিধ্বংসী মারণাস্ত্র উন্নয়নের কাজ তারা চালিয়ে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে এনপিটি পর্যালোচনা সম্মেলনে এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা হলেও ইসরাইল সেসব কখনই কানে তোলে নি। ইসরাইল আমেরিকাসহ পশ্চিমাদের সহায়তায় তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এনপিটি চুক্তিতে স্বাক্ষর আদায়ের পথে আমেরিকাই সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।