ইরাকের জনগণের কাছে ক্ষমা চাইলেন মুক্তাদা সাদর
-
মুক্তাদা আল-সাদর (মাঝে)
ইরাকের প্রভাবশালী 'সাদর মুভমেন্ট'-এর প্রধান মুক্তাদা আল-সাদর সেদেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। গতকাল থেকে বাগদাদে যে রক্তাক্ত ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা চান তিনি। একইসঙ্গে এক ঘণ্টার মধ্যে বাগদাদের গ্রিন জোন এলাকা ছাড়তে সমর্থকদের প্রতি আহ্বান জানান এই নেতা।
আজ (মঙ্গলবার) পবিত্র নাজাফ শহরে সংবাদ সম্মেলন করে তিনি এ আহ্বান জানান।
বাগদাদের সবচেয়ে সুরক্ষিত এলাকা হচ্ছে গ্রিনজোন। এ এলাকায় পার্লামেন্ট ভবনসহ সব গুরুত্বপূর্ণ সরকারি সদর দপ্তর ও দূতাবাসগুলো অবস্থিত।
মুক্তাদা আল-সাদর বলেন, 'যে বিপ্লবে হত্যা-সহিংসতা থাকে সেটা ভালো বিপ্লব হতে পারে না, সেটা খারাপ বিপ্লব। এ কারণে এখন থেকে আমি আর এটা বলব না যে, যা ঘটেছে তা বিপ্লব। কারণ এটা বিপ্লব নয়। ইরাকিদের রক্ত ঝরানো হারাম।'
নিরপেক্ষ অবস্থান গ্রহণের জন্য ইরাকের নিরাপত্তা বাহিনী এবং গণবাহিনী হাশ্দ আশ শাবি-কে ধন্যবাদ জানান তিনি।
মুক্তাদা আল-সাদর পার্লামেন্ট ভবনের অবস্থান কর্মসূচি বাতিল করে এক ঘণ্টার মধ্যে সেখান থেকে সরে আসতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা সেখান থেকে সরে আসবে না আমি তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করব।
মুক্তাদা সাদরের আহ্বানের পর থেকেই গ্রিন জোন ছাড়তে শুরু করেছে তার সমর্থকেরা। গতকাল মুক্তাদা সাদর রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তার সমর্থকেরা রাস্তায় নেমে আসে এবং রাজধানীর গ্রিন জোন এলাকার বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায়। এ সময় সহিংসতায় বহু মানুষ হতাহত হন।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।