বুদ্ধিমত্তার সঙ্গে 'বিরাট সংকট' কাটিয়ে ওঠার জন্য ইরাকি জনগণের প্রশংসা
(last modified Wed, 31 Aug 2022 08:51:26 GMT )
আগস্ট ৩১, ২০২২ ১৪:৫১ Asia/Dhaka
  • অবস্থান প্রত্যাহার করছে মুক্তাদা আল-সাদরের সমর্থকরা
    অবস্থান প্রত্যাহার করছে মুক্তাদা আল-সাদরের সমর্থকরা

ইরাকের রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে মুক্তাদা আল-সাদরের সমর্থকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের মধ্যদিয়ে দেশটির জনগণ বিরাট বড় সংকট থেকে মুক্তি পেয়েছে। অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘটনাকে ইরান সাদর সমর্থকদের ‘বুদ্ধিমত্তা’ বলে প্রশংসা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) সকালে এক বিবৃতিতে বলেছে, “তেহরান চায় তার প্রতিবেশী আরব দেশটি স্থিতিশীল এবং শক্তিশালী হোক। সাদরের সমর্থকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে দেশটির জনগণকে শান্তি ফিরিয়ে দিয়েছে। ইরান এই পদক্ষেপকে স্বাগত জানায়।”

বিবৃতিতে বলা হয়েছে, ইরান সবসময় স্থিতিশীল নিরাপদ এবং শক্তিশালী ইরাককে চায় যারা আঞ্চলিক ঘটনাবলীতে গঠনমূলক ভূমিকা রাখবে এবং ইরান কখনো ইরাকের রাজনৈতিক এবং বৈধ প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে না।

মুক্তাদা সাদরের সশস্ত্র সমর্থকদের তৎপরতা

গত কয়েকদিন সহিংসতার পর যে বুদ্ধিমত্তা দেখিয়ে এই সংকটের সমাধান করা হলো তাতে ইরান সন্তুষ্টি প্রকাশ করছে। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ইরাকের চলমান সংকটের পরিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দেশের জনগণের অধিকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৩১

ট্যাগ