তারপরও মিশরকে সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা
(last modified Thu, 15 Sep 2022 08:51:23 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৪:৫১ Asia/Dhaka
  • মানবাধিকার লঙ্ঘন মিশরে নিয়মিত ঘটনা
    মানবাধিকার লঙ্ঘন মিশরে নিয়মিত ঘটনা

মানবাধিকারে ব্যাপারে মিশরের দীর্ঘ খারাপ রেকর্ড থাকার পরেও দেশটিকে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা।

গতকাল (বুধবার) মার্কিন রাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা এবং মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও জো বাইডেনের প্রশাসন এই সামরিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন দাবি করছেন, রাজনৈতিক বন্দিদের ব্যাপারে কায়রো বেশ কিছু অগ্রগতি অর্জন করেছে। সন্ত্রাসবাদবিরোধী লড়াই, সীমান্ত নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ খাতে মার্কিন সামরিক সহায়তা কাজে লাগানো হবে।

নিয়মিত মার্কিন সামরিক সহায়তা পেয়ে থাকে মিশর 

ডেমোক্র্যাট দলের কিছু ঘনিষ্ঠ লোকজন বাইডেনের ওপর চাপ সৃষ্টি করেছেন যে, যেহেতু মিশরের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে খারাপ রেকর্ড রয়েছে সে কারণে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে। বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে- মিশর সরকার বর্তমানে প্রায় ছয় লাখ রাজবন্দীকে আটকে রেখেছে।

কানেক্টিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সিনেটের ক্রিস মারফি দাবি করেন, “কেউ যদি আমেরিকার মিত্র হতে চয় তাহলে রাজনৈতিক বক্তৃতার জন্য জনগণকে খাঁচায় বন্দি করতে পারবে না।”#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ